মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া কার্যত একপেশেভাবে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আর তেম্বা বাভুমাদের পরাজয়ের ফলে সুবিধা হয়ে গেল ভারতের।


কীভাবে?


অস্ট্রেলিয়ার কাছে মেলবোর্ন টেস্টে দক্ষিণ আফ্রিকার হারে বিরাট স্বস্তি রোহিত শর্মাদের। একদিকে অস্ট্রেলিয়া যেমন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে আরও এক পা এগিয়ে গেল, ঠিক তেমনই খেতাবি লড়াইয়ে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হল ভারতের।


মেলবোর্ন টেস্টে হারের পরে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের চার নম্বরে নেমে গেল। কাগিসো রাবাডারা অস্ট্রেলিয়ায় পৌঁছেছিলেন লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে। ব্রিসবেনের প্রথম টেস্টে পরাজিত হয়ে দক্ষিণ আফ্রিকা তিন নম্বরে নেমে যায়। তাদের টপকে দ্বিতীয় স্থানে উঠে আসে ভারত। এবার বক্সিং ডে টেস্টে হেরে আরও পিছিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে টপকে তিন নম্বরে উঠে এল শ্রীলঙ্কা।


চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া আপাতত ১৪ টেস্টে ৭৮.৫৭ জয়ের হার-সহ ১৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। প্যাট কামিন্সদের ফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত। সমসংখ্যক ম্য়াচে ৫৮.৯৩ জয়ের হার-সহ ৯৯ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। শ্রীলঙ্কা ১০ ম্যাচে ৫৩.৩৩ জয়ের হারে ৬৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে। চার নম্বরে নেমে যাওয়া দক্ষিণ আফ্রিকার সংগ্রহে রয়েছে ১২ ম্যাচে ৫০ জয়ের হার-সহ ৭২ পয়েন্ট। তবে এই চার দলের বাইরে আর কারও পক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া কার্যত অসম্ভব।


 




টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার বাকি রয়েছে এখনও ৩টি টেস্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচ বাকি। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে। ভারত ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে।


আরও পড়ুন: বিশ্বের প্রথম পাঁচের মধ্যে নিজেকে দেখলে ভাল লাগে, বলছেন নতুন নাইট লিটন