নয়াদিল্লি: ফুটবলে যেমন ডেভিড বেকহ্যাম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তেমনই ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে সাত নম্বর জার্সি সমার্থক হয়ে গিয়েছে। একদিনের আন্তর্জাতিক ম্যাচ বা টি-২০ আন্তর্জাতিকে সাত নম্বর জার্সি পরে খেলেন ধোনি। তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও থাকবেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর অনুপস্থিতিতে সাত নম্বর জার্সি তুলে রাখা হবে। অন্য কাউকে সেই জার্সি দেওয়া হবে না বলেই বিসিসিআই সূত্রে খবর।
১ অগাস্ট থেকে অ্যাশেজের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এতদিন টেস্ট ক্রিকেটে জার্সিতে নাম বা নম্বর থাকত না। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বিশেষ ধরনের জার্সি তৈরি হচ্ছে। ইংল্যান্ডের জার্সি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের আগে ভারতীয় ক্রিকেটারদেরও নতুন জার্সি প্রকাশিত হবে।
এ বিষয়ে বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটাররা যে নম্বরের জার্সি পরেন, টেস্টেও সেই জার্সিই পরবেন। বিরাট (কোহলি) ১৮ নম্বর জার্সি পরবেন। রোহিত (শর্মা) ৪৫ নম্বর জার্সি পরবেন। ধোনি এখন আর টেস্ট ম্যাচ না খেলায় সাত নম্বর জার্সি অন্য কোনও ক্রিকেটার পরতে পারে। কিন্তু সেটার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, সাত নম্বর জার্সির কথা বললেই ক্রিকেটপ্রেমীরা এমএসের কথা ভাবেন।’
সচিন তেন্ডুলকরের জার্সি হিসেবে পরিচিত ১০ নম্বর জার্সি পরে খেলায় সোশ্যাল মিডিয়ায় কটূক্তির মুখে পড়তে হয়েছিল পেসার শার্দুল ঠাকুরকে। তারপর থেকেই অন্য কোনও ক্রিকেটারকে ১০ নম্বর জার্সি দেওয়া হয় না। বিসিসিআই সূত্রে খবর, টেস্ট চ্যাম্পিয়নশিপেও কোনও ক্রিকেটারকে ১০ নম্বর জার্সি দেওয়া হবে না।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ধোনি না থাকায় তুলে রাখা হতে পারে ৭ নম্বর জার্সি, খবর বিসিসিআই সূত্রে
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jul 2019 06:28 PM (IST)
১ অগাস্ট থেকে অ্যাশেজের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -