দুবাই: মাঠে তাঁরা একে অপরের প্রবল প্রতিপক্ষ। বিশ্বের সেরা ব্যাটসম্যান কে, সেই প্রশ্নেও দুজনকে নিয়ে চলে বিস্তর চর্চা। তবে তাঁদের পারস্পরিক শ্রদ্ধার জায়গায় যে কোনও ভাঁটা পড়েনি, তা ফের একবার প্রমাণিত হল। স্টিভ স্মিথ জানিয়ে দিলেন, বিরাট কোহলিই তাঁর চোখে বিশ্বের সেরা ওয়ান ডে ব্যাটসম্যান।

রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিযান শুরু করতে মুখিয়ে রয়েছেন স্মিথ। তার আগে ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। সেখানে এক সমর্থক প্রশ্ন করেন, আপনার চোখে বিশ্বের সেরা ওয়ান ডে ব্যাটসম্যান কে? স্মিথ বলেন, ‘এই মুহূর্তে বিরাট কোহলি।’ কোহলির ওয়ান ডে ক্রিকেটে ঈর্ষণীয় রেকর্ড। ওয়ান ডে-তে ৫৯.৩৪ গড়ে ১১৮৬৭ রান করেছেন কোহলি। সেঞ্চুরির সংখ্যা ৪৩!

এর আগে বল বিকৃতি কাণ্ডের পর স্মিথের প্রতি সহমর্মিতা জানিয়েছিলেন কোহলি। আবেদন করেছিলেন, ভারতের মাটিতে খেলার সময় যেন স্মিথকে গ্যালারির বিদ্রুপের শিকার না হতে হয়।