মুম্বই: এবারের বিশ্বকাপ ভারত জিততে না পারলে তা হবে হতশাজনক। এমনই মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি বলেছেন, বিশ্বকাপে জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, তা যথেষ্ট ভারসাম্যযুক্ত।


আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ। ৫ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দুবারের চ্যাম্পিয়ান ভারত।

আজহার বলেছেন, ভারতের ট্রফি জয়ের দারুণ সুযোগ রয়েছে। কারণ, আমাদের দলে বেশ ভারসাম্য রয়েছে। আমাদের হাতে ভালো ফাস্ট বোলার, ব্যাটসম্যান রয়েছে। আমাদের ফিল্ডিংও খুব ভালো, সময়ের সঙ্গে চমত্কার উন্নতি হয়েছে।

আজহার বলেছেন, এই দল যদি বিশ্বকাপ না জেতে তাহলে আমি হতাশই হব। আশা করছি,এবার আমরাই ট্রফি জিতব।

বিশ্বকাপে ভারতকে তিনবার (১৯৯২,১৯৯৬ এবং ১৯৯৯) নেতৃত্ব দিয়েছেন আজহার। এবারের আইপিএলে রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলির রান না পাওয়াকে ধর্তব্যের মধ্যেই আনতে নারাজ আজহার। তিনি বলেছেন, জীবনে ওঠা-পড়া থাকেই। ওর রেকর্ড ও পরিসংখ্যানের দিকে তাকালে চিন্তার তো কোনও কথাই নেই। আমার মনে হয়, বিশ্বকাপের জন্য ও ওর সেরাটা বাঁচিয়ে রেখেছে।