নয়াদিল্লি: সচিন তেন্ডুলকর না ব্রায়ান লারা, কে এগিয়ে? ন’য়ের দশকে এ নিয়ে জোর আলোচনা চলত। ফের সেই বিতর্ক উস্কে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। সচিন ও লারা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের প্রজন্মের সেরা দুই ব্যাটসম্যান ছিল সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা। আমাকে যদি টেস্ট সিরিজের শেষ দিন শতরান করার জন্য কাউকে বাছতে হয়, তাহলে লারাকেই ব্যাট করতে পাঠাব। কিন্তু যদি আমার জীবন বাঁচানোর জন্য কাউকে ব্যাট করতে পাঠাতে হয়, তাহলে তেন্ডুলকরকেই বেছে নেব।’
সচিন বরাবরই আক্রমণ করার জন্য ওয়ার্নকে বেছে নিতেন। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার ভারত সফর থেকে শুরু করে দু’দল যতবার মুখোমুখি হয়েছে, বেশিরভাগ সময়ই ওয়ার্নের বিরুদ্ধে ব্যক্তিগত লড়াইয়ে জয় পেয়েছেন সচিন। তাঁর আক্রমণ প্রসঙ্গে ওয়ার্ন বলেছিলেন, রাতে ঘুমনোর সময় তিনি দুঃস্বপ্ন দেখতেন, সচিন তাঁর বলে বাউন্ডারি-ওভার বাউন্ডারি মারছেন। ২০১০-এ অবশ্য ওয়ার্ন দাবি করেন, তিনি মজার ছলে ওই মন্তব্য করেছিলেন। ভারতের মাটিতে সাফল্য না পাওয়া নিয়েও তাঁর আফশোস নেই বলে জানিয়েছেন এই কিংবদন্তী স্পিনার।
জীবন বাঁচানোর জন্য ব্যাট করতে হলে লারা নয়, সচিনকেই বাছব, বলছেন ওয়ার্ন
Web Desk, ABP Ananda
Updated at:
10 Oct 2018 06:19 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -