চেন্নাই: আইপিএল-এ ফের চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে খেলতে চান সুরেশ রায়না। তিনি বলেছেন, ‘সিএসকে-তে ফিরে এসে ধোনির নেতৃত্বে ফের খেলার সুযোগ পেলে ভাল লাগবে। চেন্নাইয়ে ফিরে মাঠকর্মীদের সঙ্গে দেখা করে পুরনো স্মৃতি ফিরে আসছে। ধোনি দারুণ খেলছে। ওকে খুব শান্ত দেখাচ্ছে। প্রচুর পরিশ্রম করছে। বিরাট কোহলির দলে ওর অভিজ্ঞতা কাজে লাগছে।’
বেশ কিছুদিন ভারতীয় দলের বাইরে রায়না। শ্রীলঙ্কার বিরুদ্ধে সংক্ষিপ্ত ওভারের সিরিজের দলেও জায়গা হয়নি তাঁর। তবে তিনি হতাশ নন। বিভিন্ন ব্যক্তির পরামর্শ নিয়ে নিজের খেলায় উন্নতি করে ভারতীয় দলে ফিরতে চাইছেন রায়না। তিনি জাতীয় দলে প্রত্যাবর্তনের আশা ছাড়ছেন না। কঠোর পরিশ্রম করে ফিটনেস এবং খেলার উন্নতি করে জাতীয় দলে ফিরতে চাইছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সুযোগ পেলে সেটা কাজে লাগাতে তৈরি তিনি।
ফের ধোনির নেতৃত্বে খেলতে চান রায়না
Web Desk, ABP Ananda
Updated at:
03 Sep 2017 06:25 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -