নয়াদিল্লি : মাঝে আর কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। আগামী ৩১ মার্চ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। হোম-অ্যাওয়ে ভিত্তিতে ফের হতে চলেছে ষোড়শ আইপিএল (IPL)। প্রত্যেকটি দল গ্রুপ পর্বে খেলবে ১৪ টি করে ম্যাচ। ৫২ দিন ধরে ১২ টি ভেন্যুতে হতে চলা এবারের আইপিএলে আসতে চলেছে বেশ কিছু বদল। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেশ কিছু নিয়মের বদল আসতে চলেছে। একঝলকে দেখে নিন সেগুলো-
হোয়াইড ও নো বল রিভিউ-
এবারের আইপিএলে আম্পায়ারের ডাকা হোয়াইড বা নো বলের সিদ্ধান্ত আসবে ডিসিশন রিভিউ সিস্টেমের (DRS) অধীনে। ইতিমধ্যে চলতে থাকা ওম্যান্স প্রিমিয়ার লিগ (WPL 2023) প্রথম প্রতিযোগিতা যেখানে ইতিমধ্যে এই নিয়ম চালু হয়েছে। ৩১ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলেও এবার থাকবে আম্পায়ারের ডাকা নো বল বা হোয়াইড বল রিভিউ করার সুযোগ। মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর প্রথম ক্রিকেটার যিনি আম্পায়ারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েছিলেন। পাশাপাশি তিনি লাভবানও হন যা থেকে।
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম
২০২৩ আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player) নিয়ম আনছে বিসিসিআই। এই নিয়মে প্লেয়িং ইলেভেনের বাইরে স্কোয়াডে থাকা চার জনের মধ্যে যে কোনও একজন ফিল্ডারকে ফিল্ডিং করার সময় মাঠে নামাতে পারবে দলগুলি। যদিও এক্ষেত্রে বিষয়টি সাবস্টিটিউট নয়। একবার যদি কোনও ক্রিকেটারকে তুলে নিয়ে তাঁর জায়গায় অন্য ফিল্ডার নামানো হয়, সেক্ষেত্রে আর ম্যাচে পরে অংশ নিতে পারবেন না তিনি। পাশাপাশি নিয়মে বলা হয়েছে, যদি চারজন বিদেশিকেই প্লেয়িং ইলেভেন যাওয়া দেয় কোনও ফ্র্যাঞ্চাইজি, সেক্ষেত্রে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামানো যাবে কোনও ভারতীয় ক্রিকেটারকেই।
ভেন্যু বদল
ফের একবার হোম ও অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে ফিরছে আইপিএল। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির হোম ভেন্যু রয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি দল ১৪ টি লিগ পর্যায়ের ম্যাচ খেলবে। সাতটি করে হোম ও সাতটি করে অ্যাওয়ে ম্যাচে খেলবে দলগুলি। যে পর্যায়ের ম্যাচগুলির শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চারটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।
আরও পড়ুন- হাওয়ার তোড়ে ভেসে বেড়াল বল ! হাস্যকর ঘটনা দেখে হাসির রোল সোশ্যালে