মুম্বই: রবিবাসরীয় সন্ধ্যায় ডব্লিউপিএলের (WPL 2023) তৃতীয় ম্যাচে ইউপি ওয়ারিয়ার্সের (UP Warriorz) মুখোমুখি হয়েছিল গুজরাত জায়ান্টস। রোমহর্ষক সেই ম্যাচে গুজরাতকে এক বল বাকি থাকতেই তিন উইকেটে হারিয়ে দেয় ইউপি। ব্যাট হাতে গ্রেস হ্যারিস ২৬ বলে অপরাজিত ৫৯ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন। তবে ৫০ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইউপিকে কিন্তু সামগ্রিকভাবে অক্সিজেন জোগান দেন কিরণ নভগিরে (Kiran Navgire)।


কিরণের ব্য়াটে ধোনি


গুজরাতের হয়ে কিরণ ব্যাট হাতে ৪৩ বলে ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর ইনিংসের সুবাদেই বিরাট চাপের অবস্থা কাটিয়ে ইউপি লড়াইয়ে ফেরে। তাঁর ইনিংসে তিনি পাঁচটি বাউন্ডারি ও দুইটি ছক্কা মারেন। তাঁর ব্যাটিং তো সকলের নজর কেড়েইছে, পাশাপাশি তাঁর ব্যাটও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে এক স্পনসর ছাড়া ব্যাট সকলের দৃষ্টি আকর্ষণ করার কারণটা ঠিক কী? কারণ হল মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। মহারাষ্ট্রের ক্রিকেটারের স্পনসর ছাড়া ব্যাটে 'এমএসডি০৭' লেখা স্পষ্টভাবে সকলেরই নজরে পড়ে। এমনকী কিরণের ব্যাটিংরত অবস্থায় ম্যাচের ধারাভাষ্যকাররা এই বিষয়ে আলোচনাও করেন। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিরণের এই ব্যাটের ছবি ভাইরাল হয়ে যায়।


 






 






 






ম্যাচের বিবরণ


টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত শুরুটা বেশ ভালই করেছিল। ওপেন করতে নেমে মেঘনা ব্যাট হাতে পাঁচটি চার হাঁকান। তাঁর ওপেনিং পার্টনার সোফিয়া ডাঙ্কলি তুলনামূলক মন্থর গতিতেই এগোচ্ছিলেন। তবে চতুর্থ ওভারে মেঘনা-সোফিয়ার ৩৪ রানের পার্টনারশিপ ভাঙেন দীপ্তি শর্মা। পরের ওভারেই বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার সোফিয়া একেলস্টোনের মেঘানাকে ২৪ রানেই সাজঘরে ফেরান। তিনিই অ্যানাবেল সাদারল্যান্ডকে ৮ রানে ফেরান। ৫০ রানে তিন উইকেট হারিয়ে ফেলে গুজরাত।


থালিয়া ম্যাকগ্রা সুষমা ভার্মাকে ৯ রানে ফেরালে গুজরাতের স্কোর ১০.৩ ওভারে দাঁড়ায় ৭৬/৪। অপরপ্রান্তে উইকেট পড়তে থাকলেও হরলীন দেওল কিন্তু নিজের ইনিংল চালিয়ে যান। তাঁকে সঙ্গ দেন অ্যাশলে গার্ডনার। দুইজনে পঞ্চম উইকেটে ৪৪ রান যোগ করেন। দীপ্তি শর্মাই গার্ডনারকে ২৫ রানে ফেরান। হরলীনও নিশ্চিত দেখানো অর্ধশতরান মাঠে ফেলে আসেন। ৪৬ রানে তাঁকে আউট করেন অঞ্জলি সর্বানি। তবে দয়ালান হেমলতা গুজরাতকে ১৫০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। তাঁর ১৩ বলে ২১ রানের ছোট্ট ইনিংসে গুজরাত ১৬৯ রান তুলতে সক্ষম হয়।  বল হাতে কিম গার্থের (Kim Garth) পাঁচ উইকেটে ভর করে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল গুজরাত। তবে গ্রেস হ্যারিসের দুরন্ত অর্ধশতরান সেই আশা ভেস্তে দিল। গ্রেস ও সোফি একেলস্টানের অপরাজিত ৭০ রানের পার্টনারশিপে তিন উইকেটে জয় পেল ইউপি।


আরও পড়ুন: এক ফ্রেমে সৌরভ-কুম্বলে, মুম্বইয়ে কি করছেন দুই কিংবদন্তি?