নয়াদিল্লি: এ যেন সেই বিখ্যাত ফিল্মি সংলাপ। তারিখ পে তারিখ... তারিখ পে তারিখ...
বারবার দিন নির্ধারিত হচ্ছে। কিন্তু তা পিছিয়ে যাচ্ছে। ফের পিছিয়ে গেল জাতীয় কুস্তি সংস্থার (Wrestling Federation of India) নির্বাচন। ১২ অগাস্ট, শনিবার হওয়ার কথা ছিল। কিন্তু পাঞ্জাব ও হরিয়ানা আদালতের নির্দেশে শনিবার হচ্ছে না সেই নির্বাচন।
শুক্রবার আদালতের পদক্ষেপের পর সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন শনিবার হচ্ছে না। শুক্রবার পঞ্জাব এবং হরিয়ানা উচ্চ আদালত এই নির্বাচনের উপর স্থগিতাদেশ জারি করেছে। রোহতকের হরিয়ানা অ্যামেচার কুস্তি অ্যাসোসিয়েশন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেও নির্দেশ দিয়েছে হাই কোর্ট। হরিয়ানা কুস্তি সংস্থার করা একটি মামলার পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি।
সর্বভারতীয় কুস্তি সংস্থার নির্বাচনের রিটার্নিং অফিসারের একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন হরিয়ানা কুস্তি সংস্থার সচিব ইন্দ্রজিৎ সিংহ। তাঁর দাবি ছিল, তাঁদের আপত্তি অগ্রাহ্য করে রিটার্নিং অফিসার হরিয়ানা অ্যামেচার কুস্তি অ্যাসোসিয়েশনকে ইলেক্টোরাল কলেজে অন্তর্ভুক্ত করেছেন। যার অর্থ, তাদের ভোটাধিকার থাকবে। এ ভাবে কোনও সংস্থাকে সদস্যপদ বা ভোটাধিকার দেওয়া যায় না বলে অভিযোগ করা হয়।
ইন্দ্রজিৎ জানান, কোনও ক্রীড়া সংস্থা সদস্যপদ পাবে কি না, তা ঠিক হতে পারে শুধু সর্বভারতীয় সংস্থার সাধারণ সভায়। তা ছাড়া হরিয়ানা অ্যামেচার কুস্তি অ্যাসোসিয়েশন কখনও হরিয়ানা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যও নয়। সর্বভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃত নয় এমন কোনও ক্রীড়া সংস্থা সেই খেলার সর্বভারতীয় সংস্থার সদস্য পদ পেতে পারে না। সেই নিয়মে হরিয়ানা অ্যামেচার কুস্তি অ্যাসোসিয়েশন সর্বভারতীয় কুস্তি সংস্থার সদস্য হতে পারে না। পেতে পারে না ভোটাধিকারও। এই মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না বলে শুক্রবার জানিয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের বিচারপতি বিনোদ এস ভরদ্বাজ।
আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন