কলকাতা: জাতীয় দলে ফিরে আসার ব্যাপারে যাবতীয় জল্পনা-কল্পনা মঙ্গলবারই আরব সাগরের জলে ভাসিয়ে দিয়েছেন। তাঁরই ডাবল সেঞ্চুরিতে ভর করে ইরানি কাপে অবশিষ্ট ভারত রঞ্জি জয়ী গুজরাতকে হারিয়ে দিয়েছে। তিনি ঋদ্ধিমান সাহা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালে দল থেকে বাদ পড়া নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল। তাঁর জায়গায় খেলতে নেমে পার্থিব পটেল চমকপ্রদ পারফর্ম করেন। সেজন্য ভারতীয় দলের প্রথম উইকেটরক্ষক হিসেবে ঋদ্ধির দলে ফেরা নিয়ে একটা সংশয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছিল। কিন্তু এদিন জাতীয় নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ সাফ জানিয়ে দিয়েছেন, উইকেট কিপার হিসেবে ঋদ্ধিই তাঁদের প্রথম পছন্দ। আর ফর্মের কারণে নয়, চোটের জন্য বাদ দেওয়া হয়েছিল ঋদ্ধিকে। প্রসাদের সুরেই ভারতের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ভারতের টেস্ট দলে ঋদ্ধি তো স্বাভাবিক পছন্দ। এ ক্ষেত্রে ঋদ্ধি পার্থিবের চেয়ে কয়েক যোজন এগিয়ে রয়েছেন।


এদিন ইরানিতে ঋদ্ধির ব্যাটিং সম্পর্কে জানতে চাওয়া হলে সৌরভ বলেছেন, এটা তো ঘরোয়া ক্রিকেট। ও টেস্টেও সফল। তাই দলে ও স্বাভাবিক পছন্দ। পার্থিবও ভালো। কিন্তু ওকে অপেক্ষা করতে হবে।

কোচবিহার ট্রফি জয়ী বাংলার অনুর্ধ ১৯ ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার পর এ কথা বলেছেন সৌরভ।