দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে রেকর্ড ঋদ্ধির
ABP Ananda, web desk | 08 Jan 2018 06:16 PM (IST)
নয়াদিল্লি: কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে সিরিজের প্রথম টেস্টে নয়া নজির গড়লেন ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে কোনও একটি টেস্ট ম্যাচে দশটি ক্যাচ ধরার কৃতিত্ব অর্জন করলেন তিনি। ঋদ্ধির আগে এই রেকর্ড ছিল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি একটি টেস্টে ৯ টি ক্যাচ নিয়েছিলেন। একটি টেস্টে উইকেটের পিছনে সবচেয়ে বেশি ক্যাচ ধরার ক্ষেত্রে বিশ্ব রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্সের। ২০১৩-তে জোহানেসবার্গে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ১১ টি ক্যাচ নিয়েছিলেন।