কলকাতা: কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri) পর ভারতীয় ক্রিকেটে এখন গুরু রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) জমানা। কোচ হিসাবে দ্রাবিড়ের প্রথম বিদেশের মাটিতে টেস্ট সিরিজের অভিজ্ঞতাও হয়ে গেল। যদিও দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Ind vs SA)। তবু গুরু দ্রাবিড়কে নিয়ে মুগ্ধ শিষ্য ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)।


দক্ষিণ আফ্রিকা থেকে সদ্য কলকাতায় ফিরেছেন। টেস্ট সিরিজ হারের হতাশা রয়েছে। তবে বঙ্গ ক্রিকেটার বাস্তববাদী। বলছেন, 'জানতাম, যে দল ভাল ব্যাটিং করবে তারাই জিতবে। আমাদের প্রথম ম্যাচে ব্যাটিং ভাল হয়েছিল। আমরা জিতেছিলাম। পরে সেই ধারাবাহিকতা দেখাতে পারিনি। তাই সিরিজ হেরে গিয়েছি।'


আমদাবাদের হয়ে আইপিএল খেলবেন শুভমন, আবেগপূর্ণ বার্তা কেকেআরের


প্রথম ম্যাচে ইতিহাস গড়েছিল ভারত। প্রথমবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে টেস্ট ম্যাচে হারিয়ে ইতিহাস গড়েছিল। সেই জয়ের পর কি আত্মতুষ্ট হয়ে পড়েছিল দল? 'হারলে কারও ভাল লাগে না। প্রথম ম্যাচের পর সতর্ক ছিলাম। জানতাম ওরা ভাল দল। ঘুরে দাঁড়াবে। নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারিনি বলেই হেরেছি। এখানে আত্মতুষ্টির কোনও ব্যাপার নেই,' বলছিলেন ৩৭ বছরের উইকেটকিপার।


আত্মসমীক্ষায় বসলে কী মনে হচ্ছে? পরাজয়ের প্রধান কারণ কী? ঋদ্ধিমান বলছেন, 'বিদেশে প্রথম দিন ২৭০-৩ অবস্থা থেকেও পরের দিন কম স্কোরে অল আউট হয়ে গিয়েছি আমরা। যখন উইকেট পড়ছিল, পরপর কয়েকটা উইকেট পড়ে যাচ্ছিল। এতেই বিপর্যয়।'


কোচ হিসাবে এটাই ছিল বিদেশের মাটিতে রাহুল দ্রাবিড়ের প্রথম টেস্ট সিরিজ। গুরু দ্রাবিড়ের কোচিং পদ্ধতি কেমন দেখলেন? ঋদ্ধি বলছেন, 'রাহুল ভাই ভীষণই ইতিবাচক ক্রিকেটার। বিদেশে নিজের খেলার অভিজ্ঞতা দিয়ে দলকে উৎসাহ দিতেন।' রবি শাস্ত্রীর ঘরানা কতটা বদলেছে গুরু দ্রাবিড়ের প্রশিক্ষণে? ঋদ্ধি বলছেন, 'রাহুল ভাই রাতারাতি কিছু বদলে ফেলেননি। আগে যা চলছিল তা থেকে খুব বড় কোনও বদল ঘটাননি।'


তাঁকে বিরাট কোহলি-সহ অনেকেই বিশ্বের সেরা উইকেটকিপার বলে থাকেন। কিন্তু দক্ষিণ আফ্রিকায় প্রথম একাদশে জায়গা পাননি। তাঁর পরিবর্তে খেলেছেন ঋষভ পন্থ। ঋদ্ধি বলছেন, 'বাইরে বসে থাকতে কারওই ভাল লাগে না। কেউই বসতে চায় না। সবাই খেলতে চায়। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় কে খেলবে।' যোগ করলেন, 'কোচ দ্রাবিড় বলেন যে, প্রথম একাদশ বেছে নেওয়া ভীষণ কঠিন। কিন্তু এগারোজনকে তো বেছে নিতেই হবে। পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।'