কলকাতা: এর আগে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন। এবার সিএবি (CAB) ও ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) মধ্যে বিতর্ক তুঙ্গে। সূত্রের খবর, বাংলা ছাড়তে চাইছেন তারকা উইকেট কিপার ব্য়াটার। সিএবি-ঋদ্ধিমান সাহা বিতর্ক তুঙ্গে। অভিমানে বাংলা ছাড়তে চান ঋদ্ধি (Wriddhiman)। সিএবি প্রেসিডেন্টকে ফোন করে চাইলেন এনওসি। মন্তব্য নারাজ সিএবি।


সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার প্রতিক্রিয়া


ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অভিষেক ডালমিয়া ঋদ্ধি ইস্যুতে জানিয়েছেন, ''কোনও আলোচনা যদি একজন ক্রিকেটার ও অ্যাসোসিয়েশনের মধ্যে হয়, তবে আমার মনে হয় তা পুরোপুরি সংশ্লিষ্ট খেলােয়াড় ও সিএবির ব্যাপার। আমি এই পর্যায়ে কোনও মন্তব্য করতে চাই না।''


সিএবি-ঋদ্ধি বিতর্ক?


তবে বিষয়টি নিয়ে সিএবি-র তরফে এখনও কিছু বলা হয়নি। ঋদ্ধি নিজেও এই নিয়ে কিছু খোলসা করেননি। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, ঋদ্ধি নাকি সিএবি কর্তাদের ব্যবহার এবং টিম নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত অপমানিতবোধ করেছেন। তাই তিনি বাংলা ছেড়ে অন্য রাজ্যের হয়ে খেলবেন বলে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন।  


রঞ্জির কোয়ার্টার ফাইনালের জন্য বাংলা দলে রয়েছেন ঋদ্ধিমান


রঞ্জি ট্রফির নক আউট পর্বের বাংলা স্কোয়াড ঘোষণা হয়ে গেল আজ। দলে ফিরলেন তারকা উইকেট কিপার ব্য়াটার ঋদ্ধিমান সাহা। লিগ পর্যায়ের আগে বাংলা দল থেকে সরে দাঁড়িয়েছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। কিন্তু আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা ঋদ্ধিকে নক আউট পর্বের আগে দলে নিয়ে নিল বাংলা। স্কোয়াডে রাখা হয়েছে মহম্মদ শামিকেও। কিন্তু তিনি তখনই খেলতে পারবেন যদি বিসিসিআইয়ের অনুমোদন মেলে। 


২২ সদস্যের বাংলা দল


সোমবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের জন্য দল ঘোষণা করে বাংলা। দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে স্বভাবতই অভিমন্যু ঈশ্বরণকে। এছাড়াও অভিজ্ঞ মনোজ তিওয়ারিকে রাখা হয়েছে ২২ সদস্যের দল। কাজি 


একনজরে দেখে নেওয়া যাক বাংলা দল - অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, ঋদ্ধিমান সাহা, অনুষ্টুপ মজুমদার, মহম্মদ শামি, শাহবাজ আহমেদ, অভিষেক রমন, ঋত্বিক চট্টোপাধ্যায়, সায়ন মণ্ডল, মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল, কৌশিক ঘোষ, ঋত্বিক রায় চৌধুরী, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, নীলকণ্ঠ দাস, সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্রা