আইপিএল-এর সময় চোট পান ঋদ্ধিমান। তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করেন। কিন্তু তাতেও চোট সারেনি। এই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে পারেননি বাংলার এই উইকেটকিপার। ইংল্যান্ডের বিরুদ্ধে আজ থেকে শুরু হওয়া টেস্ট সিরিজের দলেও তিনি নেই। ক্রিকেটপ্রেমীদের আশা, তিনি দ্রুত মাঠে ফিরবেন। ম্যাঞ্চেস্টারে ঋদ্ধিমানের কাঁধে অস্ত্রোপচার
Web Desk, ABP Ananda | 01 Aug 2018 09:51 PM (IST)
নয়াদিল্লি: ভারতের টেস্ট দলের উইকেটকিপার ঋদ্ধিমান সাহার কাঁধে অস্ত্রোপচার হল। আজ ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে বিসিসিআই-এর মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে এই অস্ত্রোপচার হয়। বিসিসিআই-এর পক্ষ থেকে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে। ঋদ্ধিমানের চোট দ্রুত সারার জন্য তাঁকে শুভেচ্ছাও জানিয়েছে বিসিসিআই।