মুম্বই: তাঁদের দুজনের দ্বন্দ্ব ক্রিকেটমহলে সর্বজনবিদিত। রবি শাস্ত্রীকে (Ravi Shastri) ভারতীয় দলের কোচের পদ থেকে সরানোয় তৎকালীন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বলে মনে করেন অনেকে। শাস্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই বিরাট কোহলিও সৌরভের বিরাগভাজন হয়ে পড়েছিলেন বলে মনে করেন কেউ কেউ।


সেই সৌরভ ও শাস্ত্রী এবার পাশাপাশি বসে কাজ করবেন। একে অপরের সঙ্গে ক্রিকেট নিয়ে মত বিনিময় করবেন!


শুনতে বিস্ময়কর লাগলেও, ভারতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ককে পাশাপাশি বসে কাজ করতে দেখা যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ধারাভাষ্যকার হিসাবে থাকবেন দুজনই। সঙ্গে থাকবেন লক্ষ্মীপতি বালাজিও। 


তবে ভিন্ন দুই ভাষায় কাজ করবেন দুজনে। ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের সম্প্রচারকারী চ্যানেলের তরফে জানানো হয়েছে, সুনীল গাওস্করের সঙ্গে ইংরেজিতে ধারাভাষ্য দেবেন শাস্ত্রী। সঙ্গে থাকবেন ম্যাথু হেডেনও। সৌরভ ধারাভাষ্য দেবেন হিন্দিতে। সঙ্গী হরভজন সিংহ, দীপ দাশগুপ্ত, এস শ্রীসন্থরা।           


দরজায় কড়া নাড়ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final)। ৭-১১ জুন ওভালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। এ নিয়ে পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ভারত। তবে আগেরবার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার কী হবে? ভারত কি পারবে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে?


৫ দিনের ম্যাচে হবে ক্রিকেটীয় দ্বৈরথের ফয়সালা। কিন্তু ম্যাচ যদি ড্র হয়? বা বৃষ্টিতে খেলা ভেস্তে যায়? তাহলে কোন দল টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হবে?


এবারের ফাইনাল হচ্ছে ওভালে। আর দেশের নাম যখন ইংল্যান্ড, তখন আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে চর্চা হবে বৈকি! ইংল্যান্ড মানেই যখন তখন বৃষ্টি নেমে খেলায় বিঘ্ন ঘটাতে পারে। তাই ম্যাচ ভেস্তে গেলে কী হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।


টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য রিজার্ভ ডে হিসেবে একদিন রাখা হয়েছে। তবে সেটি কাজে লাগানো হবে তখনই, যদি নির্ধারিত ৫ দিনের উল্লেখযোগ্য সময় বা গোটা এক দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যায়। যদি পাঁচদিন প্রকৃতির কোনওরকম বাধা ছাড়া খেলা হয়, সেক্ষেত্রে রিজার্ভ ডে-তে ম্যাচ গড়াবে না।


আইসিসি-র নিয়ম বলছে, ম্যাচ যদি ড্র হয় বা বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে ভারত ও অস্ট্রেলিয়া - দুই দলকে যুগ্মজয়ী ঘোষণা করা হবে। 




আরও পড়ুন: মহিলাদের এশিয়া কাপের ভারতীয় 'এ' দলে বাংলার তিতাস সাধু