সাউদাম্পটন: বৃষ্টিতে ভারত-নিউজ়িল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছে। তবে তাতে সমস্যা হবে না বলে মনে করছেন নিউজ়িল্যান্ডের তারকা ওপেনার টম ল্য়াথাম। তিনি বলছেন, 'বৃষ্টিতে খেলা না হওয়াটা দুর্ভাগ্যজনক। তবে রিজার্ভ ডে রয়েছে। সময় নষ্ট হলে যা ব্যবহার করা যেতে পারে।'
বৃষ্টিতে খেলা না হওয়ায় ভারতীয় ক্রিকেটারেরা সময় কাটালেন নিজেদের মধ্যে ইন্ডোর গেমস খেলে। 'টেবিল টেনিস, ডার্থ খেলেছে কোহলিরা,' প্রথম দিনের খেলা বাতিল ঘোষণা হওয়ার পর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বললেন ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর। সেই সঙ্গে তিনি যোগ করলেন, 'অনেকরকম ইন্ডোর গেমসের ব্যবস্থা রয়েছে। বৃষ্টিতে খেলা না হওয়ায় সকলেই সেসব নিয়ে মেতে ছিল।'
দলের সেরা বিনোদনকারী কে? শ্রীধর বলছেন, 'আমাদের দলে সারাক্ষণ হাসিঠাট্টা চলতে থাকে। সবাই ভীষণ মজা করে।' প্রথম দিনের খেলা পণ্ড হওয়ায় কি ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে কোনও সমস্যা হতে পারে? উড়িয়ে দিচ্ছেন কোহলিদের ফিল্ডিং কোচ। শ্রীধর বলছেন, 'আন্তর্জাতিক পর্যায়ে খেলার সময় কাউকে এসব বলে দিতে হয় না। সকলে পেশাদার। বৃষ্টিতে একদিনের খেলা ভেস্তে গিয়েছে বলে মানসিকভাবে কারও কোনও সমস্যা হবে না।'
রোজ বোলে ইতিহাসের হাতছানি ভারতের সামনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-নিউজ়িল্যান্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ বলা হচ্ছে যাকে। প্রায় দুই বছর ধরে লড়াইয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড। ফাইনালের একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, নিউজ়িল্যান্ড তাদের হাতের তাস গোপনই রেখেছে।