লন্ডন: অধিনায়ক হিসেবে একটি নিদাহাস ট্রফি ও একটি এশিয়া কাপ জিতেছিলেন। বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর রোহিত শর্মাকেই তাই দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে। কিন্তু এরপর থেকে একটিও ট্রফি জিততে পারেননি ডানহাতি এই মুম্বইকর। এমনকী নিজের পারফরম্যান্স গ্রাফও ক্রমেই নীচের দিকে। টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে ভারতের হারের পর এবার রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর দাবি উঠল। সোশ্য়াল মিডিয়ায় সোচ্চার হলেন অনেকেই। অনেকেই তো আবার বিরাট কোহলিকেও ফিরিয়ে আনার দাবি জানালেন অধিনায়ক হিসেবে। আবার অনেকে ম্যাচে অনুষ্কা শর্মার স্ট্য়ান্ড বসে থাকার ছবি পোস্ট করেও বিদ্রুপ করেছেন।


 






 






 






 






গতকাল ম্যাচের চতুর্থ দিনে ৪৩ রানের মাথায় আউট হন রোহিত। লায়নের যেই বলে তিনি লেগবিফোর হন, সেই স্যুইপ শট খেলার কোনও প্রয়োজনই ছিল না। প্রথম ইনিংসে লেগবিফোর হয়ে ফিরে যান তিনি।