লন্ডন: হাতে আর মাত্র দিন ১৩ সময়। ৭ জুন থেকে ওভালে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নামছে ভারত (WTC Final)। সামনে দুর্ধর্ষ অস্ট্রেলিয়া। দেশের মাটিতে যাদের টেস্ট সিরিজে হারালেও ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতিতে অজিরা যে প্রতিপক্ষ হিসাবে আরও শক্তিশালী হয়ে নামবে, মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের মহড়ায় নেমে পড়ল ভারতীয় দল। আইপিএল চলছে। এখনও কোয়ালিফায়ার টু এবং ফাইনাল বাকি। তাই অধিনায়ক রোহিত শর্মা, শুভমন গিলরা এখনও ইংল্যান্ডে পৌঁছতে পারেননি। আইপিএল মিটলে তবেই জাতীয় শিবিরে যোগ দেবেন তাঁরা। তবে যাঁরা ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন, সেই উমেশ যাদব, শার্দুল ঠাকুররা প্রস্তুতিতে নেমে পড়েছেন। হেড কোচ রাহুল দ্রাবিড়, সহকারী কোচ বিক্রম রাঠৌর, পরশ মামব্রেরাও পৌঁছে গিয়েছেন। তাঁদের তত্ত্বাবধানে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।
তারই মাঝে টিম ইন্ডিয়ার নতুন ট্রেনিং কিটের ছবি প্রকাশ্যে এল। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, নতুন ট্রেনিং কিট পরে শার্দুল-উমেশরা। অনেকে এই কিটের সঙ্গে ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সির মিল খুঁজে পাচ্ছেন। অনেকটা গাঢ় আকাশি রংয়ের জার্সি।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য় চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের বাকি ক্রিকেটাররাও আইপিএলের পরই উড়ে যাবেন লন্ডন। আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হতে চলা ম্যাচের দিকেই তাকিয়ে থাকবে গোটা ক্রিকেট বিশ্ব। তালিকায় রয়েছেন রবি শাস্ত্রীও। গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যখন ভারত খেলেছিল, তখন টিম ইন্ডিয়ার কোচ ছিলেন তিনি। এবার অবশ্য কোচের হটসিটে রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন রোহিত শর্মা। শাস্ত্রী অবশ্য ২ দল মিলিয়ে তাঁর পছন্দের একাদশ বেছে নিয়েছেন। কারা কারা রয়েছেন শাস্ত্রীর একাদশে?
নিজের পছন্দের একাদশে অধিনায়ক হিসেবে শাস্ত্রী বেছে নিয়েছেন রোহিত শর্মাকেই। তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে প্যাট কামিন্স এখনও ক্যাপ্টেন হিসেবে অভিজ্ঞ নন, তবে স্মিথ যদি অজি অধিনায়ক হতেন তাহলে ব্যাপারটা অন্যরকম হত। ওপেনিংয়ে রোহিতের পার্টনার হিসেবে তিনি বেছে নিয়েছেন উসমান খাওয়াজাকে। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপে দুরন্ত ফর্মে রয়েছেন খাওয়াজা। তিন নম্বর জায়গায় টেস্টে ব্য়াটারদের তালিকায় শীর্ষ স্থানাধিকারী মারনাস লাবুশেনকে রেখেছেন শাস্ত্রী। চার, পাঁচ নম্বর পজিশনে বিরাট কোহলি ও স্টিভ স্মিথকে বেছেছেন শাস্ত্রী।
ছয় নম্বর পজিশনে গ্রিনকে না, জাডেজাকেই তাঁর অভিজ্ঞতার জন্য জায়গা দিয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। সাতে রয়েছেন অ্যালেক্স ক্যারি। আট নম্বর স্লটে অশ্বিনকে নয়, নাথান লায়নকে সুযোগ দিয়েছেন শাস্ত্রী। তিন পেসার হিসেবে রয়েছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও মহম্মদ শামি।