সাউদাম্পটন: আর মাত্র তিনদিনের অপেক্ষা। ১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদাম্পটনের রোজ় বোল স্টেডিয়ামে বিরাট কোহলির ভারত মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ডের। টেস্ট ক্রিকেটের প্রথম দল হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন কারা হবে, তা নিয়ে জোর তর্ক চলছে। তার মধ্যেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে ফাইনালের পুরস্কার অর্থ ঘোষণা করে দেওয়া হল। যা শুনলে চমকে উঠবেন অনেকে।
ফাইনালে যারা জিতবে, জানেন তারা কত টাকা পুরস্কার বাবদ পাবে? ১.৬ মিলিয়ন ডলার! সোমবার আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বিজয়ী দল ১.৬ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১১.৭২ কোটি টাকা) এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ দন্ড বা মেস পুরস্কার হিসাবে পাবে। পরাজিত দল পাবে এর অর্ধেক। সেই অঙ্কটাও নেহাত কম নয়। ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৮৫ কোটি টাকা। অর্থাৎ, বিরাট কোহলিরা চ্যাম্পিয়ন হলে প্রায় ১২ কোটি টাকা পুরস্কার মূল্য হিসাবে পাবেন।
পাশাপাশি, বৃষ্টিতে খেলা না হলে বা ফাইনাল অমীমাংসিত থাকলে কী হবে, সেটাও বলে দেওয়া হয়েছে। ড্র হলে মোট পুরস্কার মূল্য সমানভাগে ভাগ করা হবে ও পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত সমান সংখ্যক দিন ওই বিশেষ দন্ড বা মেসটি নিজেদের কাছে রাখতে পারবে ভারত ও নিউজ়িল্যান্ড, দুই দলই।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী দল যথাক্রমে ৪.৫ লক্ষ, ৩.৫ লক্ষ এবং ২ লক্ষ মার্কিন ডলার করে পাবে। বাকি চার দলের প্রত্যেকে ১ লক্ষ মার্কিন ডলার পাবে। এই প্রথমবার দুই বছর ধরে নয়টি টেস্ট খেলিয়ে দেশ পরস্পরের মুখোমুখি হয়েছিল। সেখান থেকে পয়েন্টের বিচারে সেরা দুই দল ফাইনালে খেলছে। এর আগে বর্ষসেরা আইসিসি ক্রমপর্যায়ে একনম্বর স্থানাধিকারী দলকে দেওয়া হত টেস্টের স্মারক বিশেষ দণ্ড। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দলের হাতে তা তুলে দেওয়া হবে।