অ্যাডিলেড: অ্যাশেজে পরপর ২ টেস্ট জয় এসেছে। ব্রিসবেনের(brisbane) পর অ্যাডিলেড (adilade) টেস্টেও জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া (australia)। আর এরপরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (wtc points) পয়েন্ট টেবিলেও এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এই মুহূর্তে তাঁরা ২ নম্বর স্থানে রয়েছে। ভারতীয় দল রয়েছে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে। 


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। ২ ম্যাচ খেলে ২ ম্যাচই জিতেছে তারা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়াও ২ ম্যাচ খেলে ২ ম্যাচ জিতেছে।। পাকিস্তান তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। ৪ ম্যাচ খেলে ৩ ম্যাচে জয় পেয়েছে তারা। আর ৬ ম্যাচে ৩টিতে জয় পেয়ে চতুর্থ স্থানে টিম ইন্ডিয়া। 


প্রথম টেস্টে গাব্বায় (gabba) জয় এসেছিল। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডেও দুরন্ত জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া (australia)। অ্যাশেজে (ashes) ২-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। ইংল্যান্ডের (england) বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে ২৭৫ রানের বিশাল ব্যবধানে জয় পেল ব্যাগি গ্রিনরা। বল হাতে ৫ উইকেট তুলে নিলেন জাই রিচার্ডসন। শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা হলেন মার্নাস লাবুশেন। 


৪৬৮ রানের বিশাল লক্ষ্যমাত্র তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষ বলে জো রুটের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। সেই সময় দলের স্কোর ছিল ৪ উইকেট হারিয়ে ৮৩। শেষদিনে ৬ উইকেট তুলে নিলেই ম্যাচ পকেটে পুরে নিতে হল অস্ট্রেলিয়াকে। সেই মতোই এদিন বাকি উইকেটগুলো তুলে নিল অজি বোলাররা। ৫ উইকেট পেলেন জাই রিচার্ডসন। ১৯২ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।


ম্যাচের পর ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলেছিলেন, ''এটা হতাশাজনক কারণ আমরা একই ভুল করেছি যা আমরা আগেও করেছিলাম। আমরা আরও ভাল বোলিং করতে পারতাম এবং আরও ভাল ব্যাটিং করা উচিত ছিল। আমাদের আত্মবিশ্বাসী হতে হবে ম্যাচের পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার ব্যাপারে। আমি আত্মবিশ্বাসী যে এখানে জয়ের জন্য যা যা দরকার আমাদের সবই আছে। শুধু একই ভুলের পুনরাবৃত্তি বন্ধ করতে হবে।''


আরও পড়ুনঃ অলিম্পিক্সে ভারতের ৭ পদক, টেনিসে রেকর্ড জোকারের, ফিরে দেখা ২০২১-এর খেল দুনিয়া