আর মাত্র কয়েকদিন। এরপরই ২০২১ কে বিদায় জানিয়ে ২০২২ এ পা রাখার পালা। কিন্তু তার আগে ''ফিরে দেখা একুশে'' তে চোখ বুলিয়ে নেওয়া যাক এই বছরের সবচেয়ে বড় স্পোর্টস (sports) ইভেন্ট অলিম্পিক্সের (olympics) দিকে। করোনার ধাক্কায় ১ বছর পিছিয়ে যাওয়া গ্রেটেস্ট শো অন দ্য আর্থ-এর আসর বসেছিল টোকিওয় (tokyo)। সাত সাতটি পদক নিয়ে এবারের অলিম্পিক্সে 'জয় হো' ভারতের। 


জ্যাভলিনে সোনা জয় নীরজের


টোকিও অলিম্পিক্সে ভারতের সবচেয়ে বড় সাফল্য এসেছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। সোনা জিতেছেন  ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বাধীনতা পরবর্তী প্রথম পদক ভারতের। একইসঙ্গে ১৩ বছর পর অলিম্পিক্সের মঞ্চে ভারতের সোনা। জ্যাভলিনে নীরজ চোপড়ার হাত ধরে সেই লক্ষ্যপূরণ। ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে সোনাজয় পানিপথের তরুণের। 


রুপোর মেয়ে মীরাবাঈ


ভারোত্তোলনে অলিম্পিক্সে রুপোজয় মীরাবাঈ চানুর। ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন এই তরুণী। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮৭ কেজি ভারোত্তলন করেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ৮৯ কেজির জন্য ঝাঁপিয়েছিলেন। যদিও সফল হননি।


অলিম্পিক্সের অভিষেকেই বাজিমাত রবির


প্রথমবার অলিম্পিক্সের মঞ্চে নেমেই ইতিহাস। পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে রুপো জয় রবি দাহিয়ার। গোল্ড মেডেল বাউটে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভের কাছে ৪-৭ ব্যবধানে হার মানেন ভারতীয় তারকা। 


বজরংয়ের ঝুলিতে ব্রোঞ্জ


ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জয় বজরং পুনিয়ার। ব্রোঞ্জ মেডেল বাউটে বজরং ৮-০ ব্যবধানে হারিয়ে দেন বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয়ী কাজাখাস্তানের কুস্তিগীর দৌলত নিয়াজবেকভকে। 


ব্যাডমিন্টনে রুপো সিন্ধুর
রিওতে রুপো এসেছিল। যদিও টোকিওতে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয় পিভি সিন্ধুর। ব্রোঞ্জ মেডেল ম্যাচে ৫৩ মিনিটের লড়াইয়ে সিন্ধু ২১-১৩, ২১-১৫ স্ট্রেট গেমে হারিয়ে দেন চিনের হি বিংজিয়াওকে। 


লভলিনার ব্রোঞ্জ জয়


মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জয় লভলিনা বড়গোঁহাইয়ের। সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে ০-৫ ব্যবধানে হেরে যান ভারতীয় বক্সার। অসমের লভলিনারও এটাই প্রথম অলিম্পিক্স ছিল। 


হকিতেও ভারতের চক দে
৪১ বছর পরে ফের অলিম্পিক্সে পদক জিতল ভারতের হকি দল। জার্মানিকে সেমিফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জয় মনপ্রীত, শ্রীজেশদের। 


এদিকে টোকিও অলিম্পিক্সের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে অন্যতম সিমোনে বাইলসের সরে দাড়ানো। প্রতিযোগিতার একাধিক ইভেন্ট থেকে নাম তুলে নিয়েছিলেন রিওতে সোনাজয়ী আমেরিকার এই জিমন্যাস্ট। মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন।


উইম্বলডনে বাঙালি রাজ


২০২১ এ টেনিসে জুনিয়র উইম্বলডন খেতাব জিতেছেন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়। ফাইনালে মার্কিন টেনিস প্লেয়ার ভিক্টর লিভকে ৭-৫, ৬-৩ স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছিলেন ১৭ বছরের এই তরুণ। 


জকোভিচের একক সাম্রাজ্য


রেকর্ড নবমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে বছরের শুরুটা করেছিলেন নোভাক জকোভিচ। এরপর ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনেও চ্যাম্পিয়ন হন। কিন্তু ইউএস ওপেনের মঞ্চে রাশিয়ার ড্যানিয়েল মেদভেদেভের বিরুদ্ধে হারতে হয় জোকারকে। তবে সামগ্রিকভাবে গোটা বছরটাই ছিল সার্বিয়ান টেনিস তারকার। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি বিশ্বের এক নম্বর টেনিস তারকা হয়েছিলেন জোকার। তার পর থেকে সেই স্থানেই রয়েছেন। ২০২১ সালের ৮ মার্চ ফেডেরারের রেকর্ড ভাঙেন তিনি। ৩১০ সপ্তাহ ধরে বিশ্বের এক নম্বর ছিলেন ফেডেরার। বিশ্বের এক নম্বর হিসেবে ২০২১ সাল পূর্ণ করেছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ। সাত বার ক্রমতালিকায় শীর্ষে থেকে বছর শেষ করে পিট সাম্প্রাসের (৬ বার) রেকর্ডও ভেঙেছেন তিনি।


অষ্টাদশী এমার টেনিসে ইতিহাস


ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলস-র শিরোপা জিতলেন ব্রিটেনের এমা রাদুকানু (Emma Raducanu)। ফাইনালে কানাডার লায়লা ফার্নান্ডেজকে ৬-৪, ৬-৩ ব্যবধানে হারান তিনি। ফলে ৫৩ বছর পর কোনও ব্রিটিশ মহিলা গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন। জীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে খেলতে নেমেই জয়। ১৮ বছরের এমা রাডুকানু ইউ ওপেন জিতে ইতিহাস সৃষ্টি করলেন। 


আরও পড়ুন: চলার পথে ছেড়ে গেলেন যাঁরা, বছর শেষে ফিরে দেখা সেই সকল তারকাদের