কলকাতা: নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল করার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। তবে গত বছরের শেষে যেই মানুষগুলোকে সঙ্গে নিয়ে এই বছরে পা রেখেছিলাম তাঁদের অনেকেই কালের নিয়মে আমাদের ছেড়ে গিয়েছেন। এই বছর কেবলমাত্র বিনোদনের জগতেই এমন মানুষের তালিকা নেহাত খুব একটা ছোট নয়। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাহিত্য জগতের একাধিক নক্ষত্রও। বছরশেষে সেই সমস্ত তারকাদের কাজের মাধ্যমে স্মরণ করা যাক, যাঁরা ২০২১ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।


রাজীব কপূর (Rajiv Kapoor)
মৃত্যু: ৯ ফেব্রুয়ারি, ২০২১


বলিউডের জনপ্রিয় কপূর পরিবারের অন্যতম সদস্য। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক ছিলেন। 'রাম তেরি গঙ্গা মৈলি' ছবির প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমেই তিনি সাধারণ মানুষের কাছে বেশি পরিচিতি পান। কিংবদন্তি অভিনেতা-পরিচালক-প্রযোজক রাজ কপূরের কনিষ্ঠ পুত্র ছিলেন রাজীব। দাদা রণধীর কপূরের বাড়িতে থাকার সময়ে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।


কিশোর নন্দলস্কর (Kishore Nandlaskar)
মৃত্যু: ২০ এপ্রিল, ২০২১


হিন্দি ও মারাঠি ছবির বেশ জনপ্রিয় অভিনেতা কিশোর নন্দলস্কর। মূলত বিভিন্ন কৌতুক পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যেত তাঁকে। মারাঠি ছবিতে হাতেখড়ি হলেও, 'খাকী', 'বাস্তব: দ্য রিয়েলিটি', 'সিঙ্ঘম', 'সিম্বা' ইত্যাদি অজস্র হিন্দি ছবিতে অভিনয় করেছেন। এছাড়া বেশ কিছু ধারাবাহিকেও সমান দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি। এই বছর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮১ বছরের এই বর্ষীয়াণ অভিনেতার।


অমিত মিস্ত্রি (Amit Mistry)
মৃত্যু: ২৩ এপ্রিল, ২০২১


গুজরাতি ও হিন্দি সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন অমিত মিস্ত্রি। মাত্র ৪৭ বছর বয়সে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তৎক্ষণাৎ মৃত্যু হয় তাঁর। চিকিৎসার সময়টাও মেলেনি। গুজরাতের সিনেমা ও নাট্যজগতের পরিচিত মুখ ছিলেন অমিত। এছাড়া হিন্দিতে 'কেয়া কহেনা', 'এক চালিশ কা লাস্ট লোকাল', 'শোর ইন দ্য সিটি' ইত্যাদি একাধিক ছবিতে কাজ করেছেন। সম্প্রতি অ্যামাজন প্রাইমের অত্যন্ত জনপ্রিয় ওয়েব সিরিজ 'বন্দিশ ব্যান্ডিটস'-এ অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।


বিক্রমজিৎ কানওয়ারপাল (Bikramjeet Kanwarpal)
মৃত্যু: ১ মে, ২০২১


করোনা অতিমারীর ফলে ভারতীয় চলচ্চিত্র জগত আরও এক তারকাকে হারায় এই বছর। 'টু স্টেটস', 'পেজ থ্রি' ইত্যাদি ছবি খ্যাত বিক্রমজিৎ কানওয়ারপালও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল মাত্র ৫২। বিক্রমজিৎ দীর্ঘদিন জনপ্রিয় টিভি শো 'আদালত'-এর সঞ্চালনা করেছেন। তাঁর অন্যান্য জনপ্রিয় ছবির নাম, 'পাপ', 'কর্পোরেট', 'ডন', 'অতিথি তুম কব যাওগে?', 'আরক্ষণ', 'মার্ডার ২', 'জব তক হ্যায় জান', 'ইন্দু সরকার', 'দ্য গাজি অ্যাটাক' ইত্যাদি। এছাড়া অজস্র ছবি ও টেলিভিশন শোয়ে কাজ করেছেন তিনি।


রাজ কৌশল (Raj Kaushal)
মৃত্যু: ৩০ জুন, ২০২১


ভারতীয় চলচ্চিত্র জগতের পরিচিত পরিচালক ও প্রযোজক। তিনি বেশি সক্রিয় ছিলেন নব্বইয়ের দশকে। বলিউডের বিখ্যাত অভিনেত্রী ও সঞ্চালিকা মন্দিরা বেদীর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হৃদরোগে আক্রান্ত হয়ে ৩০ জুন মারা যান তিনি। রাজ 'অক্কড় বক্কড় বম্বে বো', 'মাই ব্রাদার নিখিল', 'পেয়ার মে কভি কভি' ইত্যাদি ছবি তৈরি করেছেন। কিছু নিজের প্রযোজনা ও পরিচালনায় তো কোথাও শুধু পরিচালক বা প্রযোজকের ভূমিকায় ছিলেন।


দিলীপ কুমার (Dilip Kumar)
মৃত্যু: ৭ জুলাই, ২০২১


মহম্মদ ইউসুম খান ওরফে দিলীপ কুমার। দীর্ঘদিন ধরে একাধিক রোগে ভুগে শেষ পর্যন্ত ৯৮ বছর বয়সে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলিউডের একজন কিংবদন্তি অভিনেতা। তাঁর অভিনীত ছবির সংখ্যা প্রায় ৬৫। বলিউডের 'ট্র্যাজেডি কিং' দিলীপ কুমার গোটা জীবনে অসংখ্য পুরস্কারে ভূষিত হন। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে আটটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন। 'দেবদাস', 'মুঘল-এ-আজম', 'রাম অউর শ্যাম', 'সাগিনা' তাঁর জনপ্রিয় ছবিগুলির অন্যতম। তিনি পরে রাজনীতিতেও যোগদান করেন।


সুরেখা সিক্রি (Surekha Sikri)
মৃত্যু: ১৬ জুলাই, ২০২১


হিন্দি সিনেমা ও ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ সুরেখা সিক্রি। তিনি একজন দক্ষ নাটকের অভিনেত্রীও ছিলেন। ১৯৭৭ সালে 'কিস্সা কুর্সি কা' নামক রাজনৈতিক ছবি দিয়ে বড়পর্দায় আগমন। সম্প্রতি তাঁকে আয়ুষ্মান খুরানা-সানিয়া মলহোত্র অভিনীত 'বাধাই হো' ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৬ বছর বয়সে মারা যান এই প্রবীণ অভিনেত্রী।


সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla)
মৃত্যু: ২ সেপ্টেম্বর, ২০২১


এই সময়ের হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় নাম। তিনি একাধিক অনুষ্ঠান সঞ্চালনা ও মডেলিংও করেছেন। কাজ করেছেন ওয়েব সিরিজ ও সিনেমাতেও। ২০০৮ সালে টেলিভিশনে আত্মপ্রকাশ হলেও ২০১২ সালের 'বালিকা বধূ' ধারাবাহিক তাঁকে সাধারণ মানুষের অনেকটা কাছে এনে দেয়। সম্প্রতি ২০১৯ সালের 'বিগ বস ১৩' প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে ৪০ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।


পুনিত রাজকুমার (Puneeth Rajkumar)
মৃত্যু: ২৯ অক্টোবর, ২০২১


কন্নড় চলচ্চিত্র জগতের একজন অত্যন্ত পরিচিত মুখ ছিলেন পুনিত রাজকুমার। তিনি একাধারে একজন অভিনেতা, গায়ক, সঞ্চালক ও প্রযোজক ছিলেন। তাঁর মৃত্যুতে ভেঙে পড়ে গোটা দক্ষিণ ভারতের সিনে দুনিয়া। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন পুনিত। ২০০২ সালে 'অপ্পু' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে ডেবিউ করেন বড়পর্দায়। প্রথম ছবিই বক্স অফিসে সুপারহিট হয়। পুনিতকে অনুরাগীরা 'অপ্পু' বলেও ডাকতেন। 


ব্রহ্ম মিশ্র (Brahma Mishra)
মৃত্যু: ২ ডিসেম্বর, ২০২১


মাত্র ৩৬ বছর বয়সে মুম্বইয়ের ভারসোভার বাড়িতে এই অভিনেতার অর্ধেক পচা দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, তাঁর মৃত্য়ুও হৃদরোগে আক্রান্ত হয়েই হয়েছে। ভোপালের ব্রহ্মস্বরূপ মিশ্র, ২০১৫ সালে 'মাঞ্ঝি: দ্য মাউন্টেন ম্যান' ও ২০১৯ সালে 'কেসরি' ছবিতে কাজ করেছেন। তবে অ্যামাজন প্রাইমের জনপ্রিয় সিরিজ 'মির্জাপুর'-এর দুটি সিজনেই তাঁকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায়।


আরও পড়ুন: Year Ender 2021: অলিম্পিক্সে ভারতের ৭ পদক, টেনিসে রেকর্ড জোকারের, ফিরে দেখা ২০২১-এর খেল দুনিয়া


শঙ্খ ঘোষ (Shankha Ghosh)
মৃত্যু: ২১ এপ্রিল, ২০২১


কবি শঙ্খ ঘোষের জীবনাবসানে বাংলা সাহিত্য জগতে নামে শোকের ছায়া। করোনা আক্রান্ত হয়ে ৯০ বছর বয়সে মৃত্যু হয় বর্ষীয়াণ কবির। ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুরে জন্ম হয় শঙ্খ ঘোষের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর। কর্মজীবনে বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। পড়িয়েছেন বিশ্বভারতী ও দিল্লি বিশ্ববিদ্যালয়েও। পেয়েছেন জ্ঞানপীঠ, সাহিত্য অ্যাকাডেমি-সহ একাধিক পুরস্কার। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল ‘বাবরের প্রার্থনা’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘পাঁজরে দাঁড়ের শব্দ’, ‘মূর্খ বড় সামাজিক নয়’। কবির মৃত্যুর মাত্র ৮ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবিজায়া প্রতিমা ঘোষও।


বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadeb Dasgupta)
মৃত্য: ১০ জুন, ২০২১


বয়সজনিত একাধিক রোগের সঙ্গে ছিল কিডনির সমস্যা। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর ১০ জুন নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্র জগতের এই কিংবদন্তি পরিচালক। তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলির অন্যতম হল 'দূরত্ব', 'নিম অন্নপূর্ণা', 'গৃহযুদ্ধ', 'ফেরা', 'বাঘ বাহাদুর', 'উত্তরা', 'তাহাদের কথা', 'চরাচর'। তাঁর মৃত্যুতে সোনালী এক অধ্যায়ের অবসান ঘটে বাংলা চলচ্চিত্র জগতে। শোকের ছায়া নেমে আসে।


স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)
মৃত্যু: ১৬ জুন, ২০২১


৭১ বছর বয়সে নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্তর জীবনাবসান হয়। মৃত্যু পূর্বে ২৫ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন স্বাতীলেখা। নাট্যমঞ্চ এবং সিনেমা, দুই মাধ্যমেই তাঁর অভিনয় সম্বৃদ্ধ করেছে বাংলার শিল্পকলাকে। সত্তরের দশকে এলাহাবাদে নাট্যমঞ্চে তাঁর অভিনয়জীবন শুরু। ১৯৭৮ সালে নাট্যদল 'নান্দীকার'-এ যোগদান। সত্যজিত রায়ের পরিচালনায় 'ঘরে বাইরে' ছবিতে বিমলার চরিত্রে তাঁর অভিনয় ভোলার নয়। নাট্যমঞ্চে 'পাঞ্চজন্য', 'বিপন্নতা', 'নাচনী', 'অযত্নবাস', 'পাতা ঝরে যায়'-এর মতো বহু নাটকে তাঁর অভিনয় অবিস্মরণীয়। 


বুদ্ধদেব গুহ (Buddhadeb Guha)
মৃত্যু: ২৯ অগাস্ট, ২০২১


বাংলা সাহিত্য জগতের প্রখ্যাত নক্ষত্র বুদ্ধদেব গুহ। ৮৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কলম থামে 'বাবলি', 'মাধুকরী', 'কোজাগর', 'হলুদ বসন্ত', 'একটু উষ্ণতার জন্য','কুমুদিনী', 'খেলা যখন', 'ঋজুদা', 'জঙ্গলমহল', 'চানঘরে গান' ইত্যাদির স্রষ্টার। 'হলুদ বসন্ত' উপন্যাসের জন্য ১৯৭৬ সালে পান আনন্দ পুরস্কার। গত এপ্রিলে করোনা আক্রান্ত হলেও আশঙ্কা কাটিয়ে সুস্থ হন। তবে শেষ রক্ষা হল না আর।