নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে ট্রোল করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। ২০১৮ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট ম্যাচের একটি ছবি পোস্ট করেন বিরাট। পারথে সেই ম্যাচের দ্বিতীয় দিন ইশান্ত শর্মার বলে কাট করেন পিটার হ্যান্ডসকম্ব। বলটি দ্বিতীয় স্লিপের উপর দিয়ে থার্ডম্যান বাউন্ডারির দিকে যাচ্ছিল। কিন্তু শূন্যে শরীর ছুঁড়ে দিয়ে ডান হাতে ক্যাচ নেন বিরাট। সেই সময় তাঁর পাশে ছিলেন চেতেশ্বর পূজারা। তাঁকে উদ্দেশ্য করে বিরাট লেখেন, ‘আশা করি লকডাউনের পর প্রথমবার যখন অনুশীলন করতে নামব, তখন এরকম খেলাই হবে। তুমি নিশ্চয়ই বল ধরার চেষ্টা করবে পুজি।’ জবাবে পূজারা লেখেন, ‘হ্যাঁ ক্যাপ্টেন, আমি দু’হাতে ক্যাচ ধরব।’ এরপর পিটারসেন লেখেন, ‘ভুয়ো খবর। তুমি শীতকালে ঠান্ডা ধরতে পারোনি।’


পিটারসেনের সঙ্গে বেশিরভাগ ক্রিকেটারেরই সম্পর্ক ভাল। তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও ক্রিকেটারকে ট্রোল করেন। লকডাউনের মধ্যে ইনস্টাগ্রামে বিরাট, রোহিত শর্মা, আহমেদ শেহজাদের মতো ক্রিকেটারের সঙ্গে লাইভ সেশনে ছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। ট্যুইটারে গৌতম গম্ভীরের সঙ্গে বাদানুবাদেও জড়ান তিনি। ফের ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি।