তুমি সবসময় আমাদের অধিনায়ক থাকবে, ৩০০-তম একদিনের ম্যাচে ধোনিকে বিরাট
Web Desk, ABP Ananda | 31 Aug 2017 08:43 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
কলম্বো: আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ব্যক্তিগত ৩০০-তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এই ম্যাচ শুরু হওয়ার আগে দলের পক্ষ থেকে ধোনিকে রুপোর ব্যাট উপহার দেন অধিনায়ক বিরাট কোহলি। এরপর তাঁর বক্তব্য সবার হৃদয় ছুঁয়ে যায়। ধোনির উদ্দেশে বিরাট বলেন, ‘আমাদের দলের ৯০ শতাংশ ক্রিকেটারই তোমার নেতৃত্বে ভারতের হয়ে খেলা শুরু করেছি। তোমাকে এই স্মারক তুলে দিতে পেরে সম্মানিত বোধ করছি। তুমি সবসময় আমাদের অধিনায়ক থাকবে।’ ভারতের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে আজ ৩০০-তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেললেন ধোনি। তিনি এই ম্যাচেও ব্যাট হাতে ভাল পারফরম্যান্স দেখালেন। ৪২ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন ধোনি। মাত্র এক রানের জন্য অর্ধশতরান পেলেন না তিনি।