মঙ্গলবার রাতে ভারতীয় দলের ওই খুদে সমর্থক বাবার সঙ্গে ভারতের জয় দেখতে এসেছিল। কিন্তু ম্যাচ টাই হওয়ায় তার সেই স্বপ্ন ভেঙে যায়। রশিদ খানের বলে রবীন্দ্র জাডেজার ক্যাচ তালুবন্দী হতেই শিশুটি গ্যালারিতেই কাঁদতে শুরু করে দেয়। তার বাবা তাকে ভোলানোর চেষ্টা করেন। কিন্তু ভারত জিততে না পারায় এতটাই দুঃখ পেয়েছিল যে, কিছুতেই কান্না থামছিল না ছেলেটির।
ছেলেটির সেই কান্নার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভারতীয় দলের পেস বোলার ভূবনেশ্বর কুমার ছেলেটির সঙ্গে ফোন করে কথা বলে সান্ত্বনা দিয়েছেন। এতে ছেলেটি দারুণ খুশি হয়েছে। ছেলেটির বাবা অমনপ্রীত সিংহ টুইট করে এ কথা জানিয়েছেন। ছেলের ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, ওর সঙ্গে ভূবি কথা বলেছেন।
ছেলেটির কান্নার ভিডিও সোশাল মিডিয়ায় অনেকেই দেখেছেন এবং প্রতিক্রিয়া জানিয়েছেন। হরভজন সিংহও ছেলেটির ছবির স্ক্রিনশট পোস্ট করে স্বান্তনা জানিয়ে বলেছেন, ‘কেঁদো না বেটা, ফাইনালে আমরা জিতব’।
ছেলেটির বাবা এত খুবই খুশি। তিনি ট্যুইটারের মাধ্যমে ভাজ্জিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ভাজ্জি পাজি, এখনও ও খুব খুশি। ও এখন ফাইনালের দিকে তাকিয়ে রয়েছে। ভূবনেশ্বরের প্রতি কৃতজ্ঞ। তিনি ফোন করে ওকে বুঝিয়েছেন। আমরা ফাইনালে অবশ্যই জয়ী হব।
ছেলেটি দুবাইতে ধোনির ক্রিকেট অকাদেমিতে প্রশিক্ষণ নিচ্ছে।
একজন ট্যুইটার ইউজার ছেলেটির কান্নার ছবি শেয়ার করে লিখেছেন, বলিউডের কাহিনী হলে শিশুটি ১৫ বছর পারে ভারতীয় দলের সেরা স্পিনার হয়ে আফগানিস্তান দলকে শূন্য রানে আউট করবে।
এর জবাবে ছেলেটির বাবা লিখেছেন, ও এখন ধোনি ক্রিকেট অকাদেমিতে খেলা শিখছে। আপনার আশা অবশ্যই একদিন সফল হবে। বোলিংয়ে না হলেও ব্যাটিংয়ে ও নিশ্চয় ম্যাচ জেতাবে।