কলকাতা: সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ও আইপিএলে কনিষ্ঠতম হিসেবে অভিষেক-একইসঙ্গে দুটি কাজ সামলানো যথেষ্টই কঠিন।  কিন্তু সেই কাজটাই করে দেখালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লেগ স্পিনার প্রয়াস রায় বর্মন।  চার ওভারে ৫৬ রান দিলেন তিনি। এই হিসেবে অভিষেকটা একেবারেই ভালো হল না বাংলার কিশোরের। তবে সান্ত্বনা একটাই। সানরাইজার্স হায়দরাবাদের দুই ব্যাটসম্যান জনি বেয়ারস্টো (১১৪) এবং ডেভিড ওয়ার্নার (অপরাজিত ১০০)-এর সংহারমূর্তির কাছে রেহাই পাননি বেঙ্গালুরুর কোনও বোলারই। তাঁদের দাপটে সানরাইজার্স ২ উইকেটে ২৩১ রানের পাহাড় খাড়া করে। ম্যাচ জেতে ১১৮ রানে।


দিন কয়েক আগে কল্যাণী পাবলিক স্কুলের কমার্সের ছাত্র প্রয়াসের অর্থনীতি বিষয়ের পরীক্ষা দেওয়ার কথা ছিল। গতকাল রবিবার আইপিএলে ১৬ বছর ১৬৭ দিন বয়সে অভিষেক করে সংবাদের শিরোণামে উঠে এলেন তিনি। তাঁর আগে সবচেয়ে কম বয়সে আইপিএলে অভিষেক হয়েছিল আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান। ২০১৮-তে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ১৭ বছর ১১ দিন বয়সে অভিষেক হয়েছিল রহমানের।

আগামী ২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে বেঙ্গালুরু। পরের দিনই আগামী ৪ এপ্রিল পরীক্ষা দিতে ফিরে আসার কথা প্রয়াসের। পরের দিন ৫ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

প্রয়াসের বাবা কৌশিক রায় বর্মন বলেছেন, এটা কঠিন। কিন্তু ও সামলে নিচ্ছে। দলের পূর্ণ সমর্থন পাচ্ছে ও। নেটে ওকে উত্সাহ দিচ্ছেন বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স এবং কোচ গ্যারি কার্স্টেন। পবন নেগি ও ওয়াশিংটন সুন্দরের মতো অভিজ্ঞদের জায়গায় ওকে বেছে নেওয়ার জন্য তাঁরা অবশ্যই ওর মধ্যে কিছু সম্ভাবনা দেখেছেন।

একেবারে অপ্রত্যাশিতভাবেই অভিষেক ঘটেছে প্রয়াসের। টিম ম্যানেজমেন্ট সিম আক্রমণ নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিল। কৌশিক রায় বর্মন জানিয়েছেন, টস করতে যাওয়ার কিছুক্ষণ আগে কোহলি প্রয়াসকে ম্যাচ খেলার কথা জানান।

কৌশিক রায় বর্মন জানিয়েছেন, আরসিবি-র তৃতীয় ম্যাচেই দলে ওর নাম দেখে আমরা চমকে গিয়েছিলাম। কিন্তু ও নার্ভাস ছিল না।
তিনি বলেছেন, ও আমাকে বলেছে যে, সামর্থ্য অনুযায়ী পারফর্ম হয়নি। এর থেকে ভালো করতে পারতাম। আমি ওকে বলেছি, ভেঙে পড়ো না, লক্ষ্য অটল থাক। এটা তো ওর পক্ষে সূচনা মাত্র। প্রথমে ওকে বাংলা দলে জায়গা পাকা করতে হবে।