ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই অবসর ইউনিসের
Web Desk, ABP Ananda | 08 Apr 2017 05:32 PM (IST)
করাচি: মিসবা উল হকের পর এবার অবসর নিচ্ছেন ইউনিস খান। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের পরেই অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। আজ এক সাংবাদিক সম্মেলনে ইউনিস বলেছেন, ‘আমি সবসময় দল ও দেশের জন্য খেলার চেষ্টা করেছি। মাথা উঁচু করেই অবসর নেব। প্রত্যেক ক্রীড়াবিদকেই একদিন এই সিদ্ধান্ত নিতে হয়। কয়েক মাস ধরেই অবসরের কথা ভাবছিলাম। আমার মনে হয় এটাই উপযুক্ত সময়।’ ১৭ বছর ধরে টেস্ট খেলার পর এবার সরে দাঁড়াচ্ছেন ইউনিস। ২০০০ সালে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক টেস্টেই শতরান করেছিলেন তিনি। ২০০৫ সালে বেঙ্গালুরু টেস্টে ভারতের বিরুদ্ধে দ্বিশতরানও করেন এই ডান হাতি ব্যাটসম্যান। ১১৫ টেস্টে ৩৪টি শতরান সহ তাঁর মোট রান ৯,৯৭৭। টেস্টে ১০ হাজার রান করার জন্য আর দরকার মাত্র ২৩ রান। পাকিস্তানের অধিনায়ক হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সাফল্য পেয়েছেন ইউনিস। তবে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য ২০০৯ সালে টি-২০ বিশ্বকাপ জয়। পাকিস্তানের অন্যতম সফল ক্রিকেটারদের একজন ইউনিস। তাঁর বিদায়ে পাক ক্রিকেটে নিঃসন্দেহে শূন্যতা তৈরি হবে।