নয়াদিল্লি: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিদেশী টি-২০ লিগে খেলতে যাচ্ছেন ইউসুফ পাঠান। আগামী ৮ থেকে ১২ মার্চ হংকংয়ে টি-২০ লিগে খেলবেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। তাঁকে এই লিগে খেলার অনুমতি দানের জন্য বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিসিআই-কে ধন্যবাদ জানিয়েছেন ইউসুফ। তিনি বলেছেন, হংকং লিগে খেলার জন্য মুখিয়ে রয়েছি। এই টুর্নামেন্ট আইপিএলের প্রস্তুতি হিসেবে খুব ভালো কাজ দেবে।
ভারতের হয়ে শেষবার ২০১২-তে খেলেছিলেন ইউসুফ। হংকং লিগের কোউলুন ক্যান্টন্সের হয়ে খেলবেন তিনি। তাঁর দলে পাকিস্তানের শাহিদ আফ্রিদি ও ইংল্যান্ডের তাইমল মিলসের মতো খেলোয়াড়রা থাকবেন বলে জানা গেছে। যদিও তাঁর দলে কোন কোন ক্রিকেটার থাকবেন, সেসম্পর্কে ধারনা নেই ইউসুফের। তিনি বলেছেন, কোন খেলোয়াড়দের সম্পর্কে খেলতে হবে, সে ব্যাপারে তাঁর কিচু জানা নেই। তবে অনেক বড় ক্রিকেটার খেলতে পারেন।
ইউসুফ বলেছেন, সংক্ষিপ্ত সময়ের এই টুর্নামেন্টের জন্য তাঁর ঘরোয়া ক্রিকেটের সূচীতে কোনও ব্যাঘাত ঘটবে না। বরোদার হয়ে বিজয় হজারে ট্রফি খেলতেও তাঁর কোনও অসুবিধা হবে না।
ইউসুফকে খেলার অনুমতি দেওয়ার জন্য হংকং ক্রিকেটের চিফ এক্সিকিউটিভ টিম কাটলার বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিদেশে টি-২০ লিগ খেলতে যাচ্ছেন ইউসুফ পাঠান
ABP Ananda, web desk
Updated at:
12 Feb 2017 01:18 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -