মুম্বই: গতকাল বৃহস্পতিবার ছিল ভারতীয় দলের প্রাক্তন তারকা ব্যাটসম্যান যুবরাজ সিংহর ৩৮ তম জন্মদিন। ক্রিকেট কেরিয়ারে বর্ণময় চরিত্র ছিলেন তিনি। ৩৮ তম জন্মদিনটাও পালন করলেন নিজস্ব ঢঙে। চাকচিক্যের এতটুকু খামতি রাখেননি ভারতের ক্রিকেট দলের প্রাক্তন স্টাইলিস বাঁহাতি। বেড়াতে গেলেন প্রাক্তন সহ খেলোয়াড়দের সঙ্গে। তবে কোথায় তাঁরা বেড়াতে গিয়েছেন, তা জানা যায়নি। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছেন যুবি। ছবিগুলিতে তাঁকে প্রাক্তন সহ খেলোয়াড় সচিন তেন্ডুলকর, জাহির খান, হরভজন সিংহ, অজিত আগরকর ও ছোটবেলার বন্ধু গৌরব কপূরের সঙ্গে বিদেশের কোনও জায়গায় মজায় মেতে থাকতে ও সফর উপভোগ করতে দেখা গিয়েছে।
যুবরাজ লিখেছেন, বিশেষ দিনটা বিশেষ বন্ধুদের সঙ্গে! ভালোবাসা ও শুভেচ্ছার জন্য আপনারাদের ধন্যবাদ জানানোর দিন।
গতকাল তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে সমগ্র ক্রিকেট মহল। আইসিসি, বিসিসিআই থেকে শুরু করে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগ, সুরেশ রায়না, শিখর ধরনের মতো ব্যক্তিত্বরা ২০১১-র বিশ্বকাপের নায়ককে শুভেচ্ছা জানান।
এ বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন যুবি। দীর্ঘ দুই দশকের কেরিয়ারে প্রায় চারশ-র মতো ম্যাচ খেলেছেন। ১০ হাজারের বেশি রান করেছেন তিনি।