নয়াদিল্লি: অবসর ভেঙে ফের ২২ গজে ফেরার সিদ্ধান্ত নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছেন যুবরাজ সিংহ। ২ বছরের ওপর জাতীয় ক্রিকেটে জায়গা না পেয়ে ২০১৯ এ সব ধরনের ফর্ম্য়াটের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন যুবি। সম্প্রতি তিনি ঘোষণা করেন, নিজের পঞ্জাবের হয়ে ঘরোয়া টি-২০ ক্রিকেট খেলতে তিনি আগ্রহী, তাঁকে পাওয়া যাবে।
ফর্মের তুঙ্গে থাকা যুবরাজের ব্য়াটে, বলে পারফর্ম্যান্স ভারতকে একাধিক সাফল্য দিয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট তারকাদের সারিতে নাম রয়েছে তাঁর। ফলে আবার যুবরাজের ব্যাট-বল হাতে তুলে নেওয়ার ঘোষণায় শুধু তাঁর ফ্যানরাই উদ্বেলিত নন, তাঁর প্রাক্তন টিমমেট ও বর্তমানে বিজেপি এমপি গৌতম গম্ভীরও দারুণ খুশি। যুবরাজের কয়েক মাস আগে ২০১৮র ডিসেম্বরে ক্রিকেট ছাড়েন তিনি।
প্রাক্তন সতীর্থের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গম্ভীর বলেছেন, তিনি যুবরাজকে আবার খেলতে দেখার জন্য মুখিয়ে আছেন। সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত,আর যুবিকে ফের খেলতে দেখলে প্রত্যেকের ভাল লাগবে। ও চাইলে কেন পঞ্জাবের হয়ে খেলতে পারবে না? কোনও ক্রিকেটারকে শুরু বা শেষ করতে বাধ্য করা যায় না, সে যদি জেদ রেখে অবসর ভেঙে ফিরতে চায়, তাঁকে স্বাগত জানানো উচিত।
২০১১র বিশ্বকাপ ক্রিকেট জয়ী ভারতীয় দলের সদস্য তথা প্লেয়ার অব দি টুর্নামেন্ট যুবরাজ বলেছেন, তিনি পঞ্জাবকে ঘরোয়া টি-২০ শিরোপা জিততে সাহায্য করতে ও নিজের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে উদীয়মান ক্রিকেটারদের তৈরি করতে চান।
অবসর থেকে আবার মাঠে ফিরতে চাইলেও যুবরাজের সামনে ফ্র্যাঞ্চাইজি নির্ভর বিদেশি লিগ খেলার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার মুখে পড়তে হবে। গত বছর খেলা ছাড়ার পর তিনি চেষ্টা করেছিলেন বিদেশি লিগে খেলার। তিনি বিগ ব্যাশ লিগে (বিবিএল) কন্ট্র্যাক্ট পাওয়ার চেষ্টায় ছিলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া ৩ ডিসেম্বর শুরু হতে চলা আসন্ন সিজনে তাঁর জন্য ফ্যাঞ্চাইজির খোঁজ করছিল বলেও খবর।
ও পঞ্জাবের হয়ে খেলতে চাইলে কেন নয়? যুবরাজের প্রত্যাবর্তনের সিদ্ধান্তকে স্বাগত গম্ভীরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Sep 2020 10:08 PM (IST)
সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত,আর যুবিকে ফের খেলতে দেখলে প্রত্যেকের ভাল লাগবে। ও চাইলে কেন পঞ্জাবের হয়ে খেলতে পারবে না?
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -