দিন চারেক আগে শার্টবিহীন নিজের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন যুবি। সঙ্গে ক্যাপশন দেন ‘মুড’। ছবিটি দেখার পর মারাত্মক সমস্ত কমেন্ট আসতে থাকে কমেন্ট বক্সে। ছবি দেখে শুধুমাত্র ভক্ত বা যুবির ইন্সটা ফলোওয়াররা তাঁকে ট্রোল করেছেন এমন নয়, ট্রোল করার তালিকায় রয়েছেন তাঁর নিকটবন্ধু হরভজন সিংহ এবং রোহিত শর্মাও।
ভাজ্জি মন্তব্য করেছেন ‘সাল্লু ভাই’। আবার রোহিত লিখেছেন ‘মুড বলতে তিনি ঠিক কী বলতে চাইছেন, সেটা স্পষ্ট করে বলতে’। ভারতীয় দলের দুই ক্রিকেটারের থেকে কমেন্টস দেখে নেটিজেনরাও আরও বেশি করে ছবিতে মন্তব্য দিতে শুরু করেন।