নয়াদিল্লি:  ভারতীয় ক্রিকেটের তিনটে ফর্ম্যাটেই অধিনায়ক হতে চলেছেন বিরাট কোহলি, এমন কানাঘুষো মাঝেমধ্যেই শোনা যাচ্ছে এখন ভারতীয় ক্রিকেটের অন্দর থেকে। এই প্রশ্ন সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকরা যুবরাজ সিংহকে জিজ্ঞেস করেন। তার উত্তরে কার্যত ক্যামেরার সামনে মেজাজ হারান যুবি।

পথশিশুদের অধিকার নিয়ে আয়োজিত বিরাট কোহলির একটি চ্যারিটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার যুবরাজ সিংহ। তাঁকে সেখানে সাংবাদিককূল প্রশ্ন করেন, খুব শীঘ্রই কী ধোনিকে সরিয়ে ভারতীয় ক্রিকেটের তিনটে ফর্ম্যাটেই অধিনায়ক পদে দেখা যাবে কোহলিকে? এবিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, তিনি মেজাজ হারিয়ে ফেলেন এবং বলেন, এখানে অনুষ্ঠান নিয়ে কথা বলতে এসেছি, ক্রিকেট নিয়ে নয়। তারপর আর কোনও কথা না বলেই বেরিয়ে যান তিনি।

বিরাটের সেদিনের অনুষ্ঠানে অন্যান্য ক্রিকেটারেরাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বর্তমানে কোহলিই। ধোনির অবসরগ্রহণের পর বা যদি কোনও কারণে তিনি ওয়ান ডে বা টি-টোয়েন্টি ফর্ম্যাটের অধিয়ানক পদ  থেকে আগে পদত্যাগ করেন, তাহলে স্বাভাবিকভাবেই অধিনায়কত্ব চলে যাবে কোহলির কাছে। সম্প্রতি ভারতীয় দলের বেশ কয়েকজন প্রবীণ ক্রিকেটারকেও কোহলির হয়ে সওয়াল করেছেন।তারপরই এই জল্পনা আরও জোড়ালো হয়েছে।

ভিডিওতে দেখুন যুবরাজ কি বললেন