নয়াদিল্লি: নিজের ফাউন্ডেশন ‘ইউ উই ক্যান’-এর মাধ্যমে ২৫ জন ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিংহ। ৩৭ বছরে পা দেওয়ার দিনে ট্যুইটারে এক ভিডিওতে তিনি বলেছেন, ‘আজ আমার জন্মদিন। আজ আমি ক্যান্সারের পর অমূল্য উপহার হিসেবে পাওয়া জীবন উপভোগ করছি। ক্যান্সারকে হারানোর শক্তি দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশের কোটি কোটি মানুষের ক্যান্সারের চিকিৎসা করার অর্থ নেই। আমার ফাউন্ডেশন ইউ উই ক্যান-এর মাধ্যমে এক্ষেত্রে সাহায্য করতে চাইছি।’



যুবরাজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক পার্টিতে হাজির ছিলেন তাঁর স্ত্রী হ্যাজেল কিচ, জাতীয় দলের প্রাক্তন সতীর্থ জাহির খান ও তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগে সহ কয়েকজন বন্ধু। সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিংহ, মহম্মদ কাইফ সহ বহু মানুষ যুবরাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।