ব্যাটে ঝড় যুবরাজের, ডিওয়াই পাটিল টুর্নামেন্টে খেললেন ৫৭ বলে ৮০ রানের ইনিংস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jan 2019 03:01 PM (IST)
মুম্বই: ডিওয়াই পাটিল টি ২০ টুর্নামেন্টে ভিন্টেজ যুবরাজ সিংহ। চেনা ছন্দে দেখা গেল ২০১১-র বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্টকে। এয়ার ইন্ডিয়ার হয়ে খেলতে নেমে মুম্বই কাস্টমসের বিরুদ্ধে ঝলসে উঠল যুবির ব্যাট। যুবরাজ যখন ব্যাট করতে নামেন তখন এয়ার ইন্ডিয়ার রান ছিল ২ উইকেটে ১২। ওই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে ৫৭ বলে ৮০ রানের ইনিংস খেললেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৪ টি ছক্কা। তৃতীয় উইকেট পল ভ্যালথাটির সঙ্গে জুটিতে ৫১ রান এবং পরে সুজিত নায়েকের সঙ্গে জুটিতে ৮৮ রান যোগ করেন। যুবরাজের ইনিংসে ভর করে এয়ার ইন্ডিয়া মুম্বই কাস্টমসের সামনে ১৬৯ রানের লক্ষ্য রাখে। যদিও ওই রান ১ উইকেট হারিয়েই তুলে নেয় মুম্বই কাস্টমস। কিন্তু যুবরাজের এই ইনিংস আইপিএলের আগে তাঁর অনুরাগীদের কাছে নিঃসন্দেহে খুশির খবর। আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন যুবরাজ।