নয়াদিল্লি: চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে  ১০৫ রানে হারিয়ে ১-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। গতকালের ম্যাচে দুরন্ত শতরান করেন আজিঙ্কা রাহানে। দারুন ব্যাটিং করেছেন অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনার শিখর ধবন। গতকালের ম্যাচে ব্যাট হাতে ফের নিরাশ করলেন যুবরাজ সিংহ। মাত্র ১৪ রানে আউট হয়ে যায় তিনি। প্রথম ম্যাচে করেছিলেন ৪ রান।
গতকালের ম্যাচে অবশ্য অন্য একটি কারণে যুবরাজকে নিয়ে আলোচনা শুরু হয়। তিনি সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি পরেই ব্যাটিং করতে নেমে পড়েন। ওই জার্সিতে যুবিকে দেখে দর্শকরা অবাক হয়ে যান। এজন্য পরে সোশ্যাল মিডিয়ায় হাসিঠাট্টার শিকার হন এই বাঁহাতি অলরাউন্ডার। তাঁর ওই জার্সি পরা ছবি পোস্ট করে বিভিন্ন মজার মজার মন্তব্য করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।








ফিল্ডিং করতে নামার সময় অবশ্য ভুল শুধরে নেন যুবি।