গতকালের ম্যাচে অবশ্য অন্য একটি কারণে যুবরাজকে নিয়ে আলোচনা শুরু হয়। তিনি সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি পরেই ব্যাটিং করতে নেমে পড়েন। ওই জার্সিতে যুবিকে দেখে দর্শকরা অবাক হয়ে যান। এজন্য পরে সোশ্যাল মিডিয়ায় হাসিঠাট্টার শিকার হন এই বাঁহাতি অলরাউন্ডার। তাঁর ওই জার্সি পরা ছবি পোস্ট করে বিভিন্ন মজার মজার মন্তব্য করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ফিল্ডিং করতে নামার সময় অবশ্য ভুল শুধরে নেন যুবি।