নয়াদিল্লি: প্রায় আড়াই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তারপর টি-২০ লিগে খেলতে দেখা গিয়েছে জাতীয় দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংহকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁকে ফের মাঠে দেখা যাবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই এই খবর জানিয়েছেন যুবরাজ।
আজ ভোরে ইনস্টাগ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি ম্যাচে তাঁর দুর্দান্ত ব্য়াটিংয়ের ভিডিও পোস্ট করে যুবরাজ লিখেছেন, ‘ঈশ্বরই নিয়তি ঠিক করে দেন। জনগণের দাবি মেনে আমি আশা করি ফেব্রুয়ারিতে মাঠে ফিরতে পারব। এই অনুভূতির মতো অন্য কিছু হয় না। সবার ভালবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। এটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের দলকে সমর্থন করে যান। এটা আমাদের দল। সত্যিকারের সমর্থকরা কঠিন সময়ে সমর্থন করে যাবেন। জয় হিন্দ।’
২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম তারকা যুবরাজ। টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা মারেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। তাঁর সেই ইনিংস ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা। ২০১১ সালে একদিনের বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন যুবরাজ। সেই বিশ্বকাপে তিনি ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্য়ান্স দেখান। ভারতীয় দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে তিনি বড় ভূমিকা নেন।
২০১১ বিশ্বকাপের কিছুদিন পরেই যুবরাজের ক্যান্সার ধরা পড়ে। তবে এই মারণরোগের বিরুদ্ধে কঠিন লড়াইয়েও তিনি জয় পান। ক্যান্সারকে হারিয়ে মাঠে ফেরেন এই অলরাউন্ডার। তবে আন্তর্জাতিক কেরিয়ারের শেষদিকে তাঁর পারফরম্যান্স কিছুটা খারাপ হয়ে যায়। এই পরিস্থিতিতে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। অনুরাগীরা আশা করেছিলেন, জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়ে ফের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তারপর তিনি অবসর নেন। কিন্তু সেটা আর হয়নি।
এবার অবশ্য ক্রিকেটপ্রেমীরা ফের যুবরাজকে খেলতে দেখার সুযোগ পাবেন। তার জন্য আর কয়েকমাস অপেক্ষা করতে হবে।