ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের (East Midnapur)  কাঁথি ১ নম্বর ব্লকের বাদলপুর কৃষি উন্নয়ন লিমিটেডের পরিচালন কমিটি নির্বাচনে তৃণমূলকে হারাল বামেরা। ফলাফলে উচ্ছ্বসিত লাল শিবির। অন্যদিকে হারের জন্য দলের মতবিরোধকেই দুষছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


২০১৬-র বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছিল বাম-কংগ্রেস জোট। একুশেও বদলায়নি ছবিটা। বরং আরও খারাপ হয়েছে ফল। বিধানসভা ভোটে খাতাই খুলতে পারেনি বামেরা। এবার তাদের কাছেই হারতে হল তৃণমূলকে। সৌজন্যে পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকের বাদলপুর কৃষি উন্নয়ন লিমিটেডের পরিচালন কমিটি নির্বাচন। ২০১৯ সাল পর্যন্ত এই পরিচালন কমিটির ক্ষমতায় ছিল বামেরা। এরপর মেয়াদ শেষ হলেও করোনা আবহে নির্বাচন হয়নি। সরকারি প্রশাসক দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছিল কাজ।


রবিবার,  পরিচালন কমিটির মোট ৯টি পদের জন্যই লড়াই করে তৃণমূল (TMC)। ২টিতে লড়াই করে বিজেপি (BJP)। ৯টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে বামেরা। রবিবার ফল প্রকাশিত হলে দেখা যায়,  ৯টি আসনের সবকটিই ছিনিয়ে নিয়েছে বামেরা।


 ফলাফলে একদিকে যেমন উচ্ছ্বসিত বামেরা, অন্যদিকে, হারের জন্য দলের মতবিরোধকেই দায়ী করেছে তৃণমূল।  


সিপিএমের কাঁথি এরিয়া কমিটির সদস্য হিমাদ্রি মাইতি বলেছেন,এখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল তৃণমূলের সঙ্গে। বিজেপি ২টো আসনে প্রার্থী দিয়েছিল। আমরা ঠিকমতো চালাচ্ছিলাম বলেই ভোটাররা আমাদের পুনরায় নির্বাচিত করেছেন।


কাঁথি ১ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা প্রদীপ গায়েন বলেছেন, সব জায়গায় আমাদের জয়জয়কার। সেই জায়গায় এখানে আসন হারাতে হল। জেলা নেতৃত্বকে জানিয়েছিলাম, দলে থেকে অনেকে দলের ক্ষতি করছে। সমান্তরাল লবি তৈরি হচ্ছে, যার ফলে হারের মুখ দেখতে হচ্ছে, যা লজ্জার, নেতৃত্বকে নজর দিতে বলব।


পরাজয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি। 


এবারের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবারের বিধানসভা নির্বাচনে  রাজ্যের অন্যান্য জেলাগুলির মতো পূর্ব মেদিনীপুরেও সরাসরি টক্কর হয়েছে তৃণমূল ও বিজেপির। এই পরিস্থিতিতে বাদলপুর কৃষি উন্নয়ন লিমিটেডের পরিচালন কমিটি নির্বাচনে জয় বাম শিবিরকে কিছুটা হলেও স্বস্তি দেবে।


Duare Ration: নভেম্বরেই দুয়ারে রেশন চালুর ঘোষণা মমতার , প্রবল আপত্তি ডিলারদের