রিতিকার দিকে তাকাবে না, রোহিতকে হুঁশিয়ারি দিয়েছিলেন যুবরাজ!

Continues below advertisement
নয়াদিল্লি: ভারতের অন্যতম সেরা দুই ক্রিকেটার যুবরাজ সিংহ ও রোহিত শর্মা। মাঠে ও মাঠের বাইরে তাঁদের সম্পর্ক বেশ ভাল। যুবরাজকে রাখি পরান রোহিতের স্ত্রী রিতিকা। কিন্তু প্রথম সাক্ষাতে তাঁর দিকেই রোহিতকে তাকাতে বারণ করেছিলেন যুবরাজ। এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন রোহিত। রোহিত বলেছেন, ‘একটা শ্যুটিংয়ে গিয়েছিলাম। সেখানে আমার সঙ্গে যুবরাজ আর ইরফানও ছিল। রিতিকাও সেই শ্যুটিংয়ে হাজির ছিল। ও পরিচালককে সাহায্য করছিল। সিনিয়র ক্রিকেটার যুবরাজের সঙ্গে দেখা হওয়ার পরেই ও রিতিকাকে দেখিয়ে বলে, ও আমার বোন। ওর দিকে তাকাবে না। সারাক্ষণ আমি রিতিকার দিকে রাগতভাবে তাকিয়েছিলাম। ভাবছিলাম, মেয়েটা কে? শ্যুটিং ভালভাবেই শেষ হয়। কিন্তু এরপরেই পরিচালক এসে বলেন, মাইক বন্ধ ছিল বলে আমার কোনও কথাই রেকর্ড করা যায়নি। আমি রেগে গিয়ে চলে যাচ্ছিলাম। সেই সময় রিতিকা এসে আমার সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়।’ সেই আলাপের পর রোহিতের সঙ্গে রিতিকার বন্ধুত্ব হয়। ২০১৫ সালে তাঁরা বিয়ে করেন। এখন তাঁরা সুখে সংসার করছেন।
Continues below advertisement
Sponsored Links by Taboola