দেখুন: যুবরাজকে দেখে হতভম্ব অনুগামী, পেলেন দীপাবলির সারপ্রাইজ উপহার!
ABP Ananda, web desk | 15 Oct 2016 01:14 PM (IST)
নয়াদিল্লি: মাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল এক তরুণ। কিন্তু এমন একটা দীপাবলির উপহার যে সে পাবে, এমন কখনও কল্পনাও করতে পারেনি। পুরোটাই সাজানো চিত্রনাট্যের মতো! বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে হঠাত্ করে তার প্রিয় তারকা যুবরাজকে মাঠে দেখে প্রথম বিশ্বাসই করতে পারেনি সে। আর স্বপ্নের নায়ক যখন এগিয়ে এসে 'হ্যাপি দেওয়ালি' বলে তার হাতে বিশেষ উপহার তুলে দিলেন তখনও যেন ঘোর কাটতে চাইছিল না তার। দেখুন সেই ভিডিও-