নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় আগেও বেশ কয়েকবার খুনসুটি করতে দেখা গিয়েছে তাঁদের দুজনকে। ফের একবার একে অপরের সঙ্গে রসিকতায় মেতে উঠলেন রোহিত শর্মা ও যুজবেন্দ্র চাহাল।

রবিবার সতীর্থ শ্রেয়স আইয়ারের সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন চাহাল। ছবিটিতে হরিয়ানার লেগস্পিনারকে দেখা যায় পিছন থেকে শ্রেয়সকে আলিঙ্গন করতে। ক্যাপশনে চাহাল লেখেন, ‘সব সময় তোমার সমর্থন (ব্যাক) পেয়ে এসেছি।’

তারপরই রোহিত শর্মার খুনসুটি। মুম্বইয়ের হিটম্যান লেখেন, ‘আপনা সমহাল লে পহলে।’ বাংলা করলে দাঁড়ায়, আগে নিজেরটা (ব্যাক) সামলা।

চাহাল অবশ্য রোহিতের খোঁচা চুপচাপ হজম করেননি। পাল্টা খোঁচা দেন, ‘জানি ভাইয়া তুমি আমার অভাব টের পাচ্ছ। কারণ তুমি নিউজিল্যান্ডে নেই। তবে হিংসা কোরো না। পরের ছবিটা তোমার সঙ্গেই পোস্ট করব।’




কাফ মাসলে চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত। চাহাল আর শ্রেয়স আপাতত ব্যস্ত কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে।