মুম্বই: ভারত এমন একটা দেশ যেখানে বিভিন্ন ধর্মের সৌহার্দ্যকে উদাহরণ হিসেবে পেশ করা হয়। এখানে, ঈদের উৎসবে মুসলিমদের সঙ্গে সামিল হয় হিন্দুরা। অন্যদিকে, মুসলিমরাও হিন্দুদের বিভিন্ন উৎসবে সামিল হন। তবে, কিছু মানুষ থাকেন, যাদের এই সৌহার্দ্য পছন্দ নয়। তারা প্রশ্ন তুলতে শুরু করে।
এমনই ঘটল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা বোলার জাহির খানের সঙ্গে। স্ত্রী সাগরিকার সঙ্গে দীপাবলি উদযাপন করেন জাহির। দুজনের একসঙ্গে উৎসব উদযাপনের একটি ছবি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে দেখা যায় স্ত্রীর হাতে আরতীর থালা রয়েছে। পুজো করছেন জাহির। ছবির সঙ্গে জাহির লেখেন, সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।





ব্যাস! এরপরই, প্রাক্তন বোলারকে ট্রোল করতে শুরু করে দেন কয়েকজন নেটিজেন। একজন লেখেন, ‘ভাইজান, ধর্ম পরিবর্তন করলেন না কি!’ অন্য একজন লেখেন, ‘হজযাত্রার ছবিও দিন।’ আরেকজন লেখেন, ‘কিছু তো লজ্জা করুন।’


এখানে বলে রাখা প্রয়োজন, ২০১৭ সালে ‘চক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে বিয়ে করেন জাহির।