মাদ্রিদ: উয়েফা সুপার কাপে সেভিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদের স্কোয়াডে জায়গা পেলেন কোচ জিনেদিন জিদানের পুত্র লুকা। তিনি তৃতীয় গোলকিপার হিসেবে ২২ জনের প্রাথমিক দলে রয়েছেন।

 

মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতে নরওয়ের ট্রন্ডহেইমে লেরকেন্ডাল স্টেডিয়ামে উয়েফা সুপার কাপের ম্যাচ। এই ম্যাচে দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পাবেন না জিদান। পর্তুগালের হয়ে ইউরো কাপের ফাইনালে বাঁ পায়ে চোট পেয়েছিলেন রোনাল্ডো। সেই চোট এখনও সারেনি। গ্যারেথ বেল, পেপে ও টনি ক্রুজেরও চোট রয়েছে। ফলে তাঁদেরও সুপার কাপে পাবে না রিয়াল।