5G in India: ভারতে ৫জি (5G) পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পয়লা অক্টোবরই ভারতে ৫জি (5G in India) সার্ভিসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই বেশ কিছু স্মার্টফোন কোম্পানি জানিয়েছে যে তাদের কোন কোন ফোনে ৫জি সাপোর্ট থাকবে। তার পাশাপাশি এও জানানো হয়েছে যে কোন কোম্পানি তাদের ৫জি ফোনের জন্য কবে থেকে সফটওয়্যার আপডেট রোলআউট শুরু হবে। এবার ভিভো (Vivo Smartphone) কোম্পানি জানিয়েছে তাদের ৫জি ফোনগুলো কবে থেকে OTT update পেতে শুরু করবে। এই OTT update চালু হলে তবেই ৫জি সার্ভিস পাওয়া যাবে।


চলতি মাসের শেষের দিকে ভিভো কোম্পানি তাদের ৫জি ফোনের জন্য সফটওয়্যার আপডেট রোলআউট শুরু করবে। অন্যদিকে Vivo Technology Day 2022 ইভেন্টে কোম্পানি ঘোষণা করেছিল যে কোন কোন ফোনে ৫জি সাপোর্ট করবে। অক্টোবর ২০২২- এর শেষের দিকেই ভিভোর ৫জি ফোনের জন্য OTT update চালু হবে। ভিভো যেসব ফোনের নাম ঘোষণা করেছে সেইসব ফোনে এয়ারটেল এবং জিও-র ৫জি সার্ভিস সাপোর্ট করবে। জিও আপাতত তার standalone 5G network চালু করেছে ভারতে। অন্যদিকে এয়ারটেল non-standalone services চালু করেছে দেশে।


ভিভো-র কোন কোন স্মার্টফোনে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে দেখে নিন তালিকা


ভিভো এক্স৫০ প্রো, ভিভো ভি২০ প্রো, ভিভো এক্স৬০ প্রো প্লাস, ভিভো এক্স৬০, ভিভো এক্স৬০ প্রো, ভিভো ভি২১ ৫জি, ভিভো ভি২১ই, ভিভো এক্স৭০ প্রো, ভিভো এক্স৭০ প্রো প্লাস, ভিভো ওয়াই৭২ ৫জি, ভিভো ভি২৩ ৫জি, ভিভো ভি২৩ প্রো ৫জি, ভিভো ভি২৩ই ৫জি, ভিভো টি১ ৫জি, ভিভো ওয়াই৭৫ ৫জি, ভিভো টি১ প্রো, ভিভো এক্স৮০, ভিভো এক্স৮০ প্রো, ভিভো ভি২৫, ভিভো ভি২৫ প্রো, ভিভো ওয়াই৫৫ ৫জি, ভিভো ওয়াই৫৫এস ৫জি - এইসব ভিভো স্মার্টফোনে থাকবে ৫জি সাপোর্ট।


ভারতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও। বর্তমানে গ্রাহকরা যে সিম ব্যবহার করেন, সেখানেই পাওয়া যাবে পরিষেবা। তবে সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন পেলে তবেই ৫জি সার্ভিসের সুযোগ সুবিধা পাওয়া যাবে। এয়ারটেলের তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে। অন্যদিকে ৫জি সার্ভিসের বিটা রোল আউট শুরু করেছে রিলায়েন্স জিও। তাদের তরফে মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি- এই চারটি শহরে চালু হয়েছে টেস্টিং।


আরও পড়ুন- এই মাসেই লঞ্চ হবে রেডমি নোট ১২ সিরিজ, কী কী ফিচার থাকতে পারে