Redmi Note 12 Series: চলতি মাসে অর্থাৎ অক্টোবরেই লঞ্চ হবে রেডমি নোট ১২ সিরিজ (Redmi Note 12 Series)। শোনা যাচ্ছে, এই স্মার্টফোন (Smartphones) সিরিজে তিনটি ফোন লঞ্চ হতে পারে। সেগুলি হল- রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্লাস। রেডমি নোট ১২ সিরিজের আসন্ন এই ফোনগুলিতে মিডিয়াটেক ডিমেনসিটি ১৮০০ প্রসেসর, যা সম্প্রতি লঞ্চ হয়েছে সেটি থাকার সম্ভাবনা রয়েছে। ২০২১ সালে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১১ সিরিজ। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ সিরিজ।
মোটো এজ ৩০ আলট্রা
মোটোরোলা (Motorola) কর্তৃপক্ষ তাদের মোটো এজ ৩০ আলট্রা (Moto Edge 30 Ultra) ফোনের ১২ জিবি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে ভারতে। এই ফোনের মূল আকর্ষণ ২০০ মেগাপিক্সেলের রেয়ার কামেরা সেনসর। ভারতের পাশাপাশি বিশ্বেও এটিই প্রথম ফোন যেখানে ২০০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এর আগে শুধুমাত্র ৮ জিবি কনফিগারেশনে লঞ্চ হয়েছিল এই ফোন। এবার মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোন লঞ্চ হয়েছে ১২ জিবি র্যাম কনফিগারেশনে।
রেডমি নোট ১২ সিরিজ
চিনের জনপ্রিয় টেক জায়ান্ট শাওমি সেদেশের বিখ্যাত মাইক্রোব্লগিং সাইট উইবোতে নিশ্চিত ভাবে জানিয়েছে যে রেডমি নোট ১২ সিরিজ লঞ্চ হতে চলেছে। অক্টোবরে এই ফোনের সিরিজ লঞ্চ হবে শোনা গেলেও নিশ্চিত ভাবে কোনও দিনক্ষণ জানা যায়নি। ভারতে এই ফোনের সিরিজ কবে লঞ্চ হবে সে ব্যাপারে এখনও কিছু ঘোষণা করেনি শাওমি কর্তৃপক্ষ। এর আগে বিভিন্ন সূত্রে শোনা গিয়েছিল, রেডমি নোট ১২ সিরিজে 6nm octa-core MediaTek Dimensity 1080 প্রসেসরের সঙ্গে ARM Mali-G68 GPU সাপোর্ট এবং ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর থাকতে পারে। তিনটি ফোনেই ৫জি সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
চার্জিং ও ব্যাটারি ফিচার
সম্প্রতি আবার শোনা গিয়েছে ২১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে রেডমি নোট ১২ প্রো প্লাস মডেলে। অন্যদিকে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে রেডমি নোট ১২ প্রো ফোনে। আর রেডমি নোট ১২ ফোনে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। রেডমি নোট ১২ প্রো ফোনে একটি ৪৯৮০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনে একটি ৪৩০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।
ডিসপ্লে
রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের ১২০ হার্টজ রিফ্রেশ রেট হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- মোটো এজ ৩০ আলট্রা ফোনের ১২ জিবি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?