5G India Launch Cities List: প্রতীক্ষার অবসান। দেশের মাটিতে ৫জি যুগের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম ধাপে দেশের মহানগর-সহ ১৩টি শহরের মানুষ এই পরিষেবা পাবেন। এর মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, চণ্ডীগড়, গুরুগ্রাম, হায়দরাবাদ, লখনউ, পুনে, গাঁধীনগর, আমদাবাদ , জামনগরে এই পরিষেবা পাওয়া যাবে। তবে মনে রাখবেন, এর জন্য আপনার ফোন অবশ্যই 5G হতে হবে।
দীপাবলির আগে অবশ্য দেশের চার শহরে ৫জি পরিষেবা পাবেন গ্রাহকরা। অন্তত সেরকমই প্রস্তুতি নিয়েছে টেলিকম কোম্পানিগুলি। সম্ভবত দেশের চার মহানগরে এই পরিষেবা চালু হতে পারে।
5G Service: কত দ্রুত পরিষেবা পাবেন আপনি ?
5G পরিষেবা চালু হওয়ার পর দেশের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে বলেই মনে করছে শিল্পমহল। টেলিকম অপারেটররা আগেই রাজ্যগুলিতে এই পরিষেবাগুলি চালু করার জন্য প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যেই সব রাজ্যের জন্য একটি সাধারণ পোর্টাল তৈরি করা হয়েছে। নতুন এই প্রযুক্তি বিপ্লবের পর মাত্র ৩ সেকেন্ডে ডাউনলোড করা যাবে ৩ ঘণ্টার সিনেমা। এখানেই শেষ নয় , ২০ জিবিপিএস স্পিডে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারী। ফলে চোখের পলকে ভিডিয়ো থেকে অনলাইনের কাজ করা যাবে সহজেই।
5G দিয়ে ভারত কীভাবে বদলে যাবে ?
২০৩৫ সালের মধ্যে ভারতে 5G-র বিপুল আর্থিক প্রভাব পড়বে। অনুমান করা হচ্ছে, ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত চলে যাবে 5G সম্পর্কিত ব্যবসা। 4G-এর তুলনায়, 5G নেটওয়ার্ক (5G নেটওয়ার্ক) অনেক গুণ দ্রুত গতি দেয়। ঝঞ্ঝাটমুক্ত সংযোগ দেবে এই প্রযুক্তি। এটি কোটি কোটি ডিভাইসকে রিয়েল টাইমে ডেটা শেয়ার করতে সক্ষম করবে। পরিসংখ্যান বলছে, দেশের সর্ববৃহৎ টেলিকম স্পেকট্রাম নিলামে রেকর্ড ১.৫ লক্ষ কোটি টাকার দর পাওয়া গেছে। এতে, শিল্পপতি মুকেশ আম্বানির জিও ৮৭,৯৪৬.৯৩ কোটি টাকার দর হাঁকিয়ে সব স্পেকট্রামের প্রায় অর্ধেক অধিগ্রহণ করেছে।
পাশাপাশি গৌতম আদানি গ্রুপ এই প্রক্রিয়ায় ৪০০ MHz-এর জন্য ২১১.৮৬ কোটি টাকা বিড করেছে। তবে এটি পাবলিক টেলিফোন পরিষেবার জন্য ব্যবহৃত হবে না। টেলিকম জায়ান্ট ভারতী এয়ারটেল এই ৫জি নিলামে ৪৩,০৩৯.৬৩ কোটি টাকার একটি সফল বিড করেছে। যেখানে ভোডাফোন-আইডিয়া ১৮,৭৮৬.২৫ কোটি টাকায় স্পেকট্রাম কিনেছে।
5G In India: মানুষের জীবন বদলে যাবে
এই ৫জি প্রযুক্তির কারণে ভারত আগামীদিনে আরও দ্রুত গতির ডেটা সরবারহ করতে পারবে। পাশাপাশি বাধামুক্ত ভিডিয়োর জন্য প্রস্তুত হচ্ছে টেলিকম কোম্পানিগুলি। এই পরিষেবাগুলি আসার পরে মানুষ স্মার্ট অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ক্লাউড গেমিং সবই পাবেন। এমনকী গ্রাহকরা অনলাইনে কেনাকাটার সময়ও সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পাবেন।