Apps Steals Data: অ্যান্টি-ভাইরাস অ্যাপের বেশে ম্যালওয়্যাল ছড়াচ্ছিল এই ৬ অ্যাপ। গুগল-প্লে স্টোর থেকে সরিয়ে দিলেও করেছে মারাত্মক ক্ষতি। জেনে নিন, কীভাবে আপনার অজান্তেই ঘটছে এই কাণ্ড।
Anti-virus Apps: না বুঝেই এই বিপদের সম্মুখীন হয়েছেন বহু গ্রাহক। কমপক্ষে 15,000 অ্যান্ড্রয়েড ব্যবহারকারী গুগল প্লে স্টোর থেকে অ্যান্টি-ম্যালওয়্যার অ্যাপ ডাউনলোড করেছেন। যা হ্যাকারদের থেকে তাদের রক্ষা করার পরিবর্তে উল্টে ডিভাইসগুলির পাসওয়ার্ড, ব্যাঙ্কের বিবরণ ছাড়াও অন্যান্য ব্যক্তিগত তথ্য চুরি করেছে। সম্প্রতি সামনে এসেছে এই চাঞ্চল্যকর রিপোর্ট।
Apps Steals Data: অ্যান্টি-ভাইরাস অ্যাপের ছদ্মবেশে ছয়টি ম্যালওয়্যার অ্যাপ এখন গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দিলেও ক্ষতি করেছে গ্রাহকদের।চেক পয়েন্টের সাইবার নিরাপত্তা গবেষকদের মতে, অ্যাপগুলি শর্কবট অ্যান্ড্রয়েড ম্যালওয়্যারের মাধ্যমে 15,000 ব্যবহারকারীর ডিভাইসকে সংক্রমিত করেছে। যার মধ্যে বিভিন্ন সার্টিফিকেট ছাড়াও রয়েছে ব্যাঙ্কের তথ্য।
Anti-virus Apps: চেক পয়েন্টের রিপোর্ট বলছে, "এই ম্যালওয়্যারটি একটি জিওফেন্সিং ফিচার ও ফাঁকি দেওয়ার কৌশল প্রয়োগ করে এই কাজ করেছে। যা একে অন্যান্য ম্যালওয়্যার থেকে আলাদা করে তুলেছে। এই অ্যাপগুলি ডোমেন জেনারেশন অ্যালগরিদম (ডিজিএ) নামের কিছু ব্যবহার করে। যা অ্যান্ড্রয়েড ম্যালওয়্যারের বিশ্বে খুব কমই ব্যবহৃত একটি দিক।"
Apps Steals Data:বিশ্লেষণের সময় এটি সংক্রামিত ডিভাইসগুলির প্রায় 1,000 অনন্য আইপি ঠিকানা সনাক্ত করেছে। এই আক্রান্তদের তালিকায় রয়েছে ইতালি ও ব্রিটেনের।"শার্কবট প্রতিটি সম্ভাব্য শিকারকে টার্গেট করে না, যার মুখোমুখি হয় তার ডিভাইসের ক্ষতি করে। চিন, ভারত, রোমানিয়া, রাশিয়া, ইউক্রেন বা বেলারুশের ব্যবহারকারীদের সনাক্ত করতে জিও-ফেন্সিং বৈশিষ্ট্য ব্যবহার করেছে হ্যাকাররা। "সামগ্রিকভাবে, Google Play থেকে এই অ্যাপগুলির 15,000-এর বেশি ডাউনলোড দেখা গিয়েছে। যা আগামী দিনে অনেকের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছে টেক ব্লগাররা।
আরও পড়ুন : Realme 9 Launch: মিডরেঞ্জে দারুণ স্পেকস, রিয়েলমি আনল এই নতুন ফোন