Realme Product Launch: Realme আজ ভারতে একটি নতুন মিডরেঞ্জ বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। Realme 9 নামে বাজারে এসেছে এই ফোন। কোম্পানি এর 2টি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। যাতে 6 জিবি ও 8 জিবি র‌্যামের অপশন রয়েছে। ফোনে একটি 6.4 ইঞ্চি ফুল HD AMOLED ডিসপ্লে পাবেন। 


Realme 9 Launch: ক্যামেরা কেমন ফোনে ?
এই ফোনে পাবেন ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা বলতে রয়েছে 108 মেগাপিক্সেলের সেন্সর। অন্যদিকে, দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 8 মেগাপিক্সেলের। এ ছাড়াও পাবেন একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনে পাবেন সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 16-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।


Realme 9 Launch: কত দাম ফোনের ?
ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। 6 জিবি ও 8 জিবি র‌্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরি অপশন দেওয়া হয়েছে ফোনে। এর 6 জিবি ভ্যারিয়েন্টের দাম 17999 টাকা ও 8 জিবি ভ্যারিয়েন্টের দাম 18999 টাকা রাখা হয়েছে। ফোনে পাওয়ারের জন্য এতে 5000mAh-এর ব্যাটারি দিয়েছে কোম্পানি। এই ফোন একটি 4G স্মার্টফোন যা ডুয়াল সিম সাপোর্ট করে।


Realme Product Launch: রিয়েলমি বুক প্রাইম এনেছে কোম্পানি


ফোন ছাড়াও এদিনই রিয়েলমি বুক প্রাইম লঞ্চ করেছে কোম্পানি। 14 ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ল্যাপবুকে। এতে 11th জেনারেশন Intel Core i5 প্রসেসর দেওয়া হয়েছে। এতে পাবেন 16 GB RAM এর সঙ্গে 512 GB SSD। এটি উইন্ডোজ 11 এর সঙ্গে পাওয়া যাবে। এতে একটি 54wh ব্যাটারি রয়েছে যা 65W দ্রুত চার্জিং সাপোর্ট করে। এর ব্যাটারি 12 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেয়। রিয়েলমি বুক প্রাইম এর দাম 64999 টাকা রাখা হয়েছে। এখন এই রিয়েলমি প্রাইম বুক 57999 টাকা মূল্যে কেনা যাবে।


Realme স্মার্ট টিভি স্টিক


এদিনই Realme স্মার্ট টিভি স্টিকও লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে 2999 টাকা। এটি সাম্প্রতিক Android 11 সাপোর্ট করে। এটি শুধুমাত্র কালো রঙে লঞ্চ করা হয়েছে। এতে রয়েছে 8 জিবি রম ও 1 জিবি র‍্যাম। এতে একটি কোয়াডকোর সিপিইউ রয়েছে। এই স্টিক WiFi, Bluetooth 5.0 ও HDMI 1.4 সাপোর্ট করে। এটি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।


Realme Buds Air 3


Realme তার পরবর্তী প্রজন্মের realme Buds Air 3 লঞ্চ করেছে। এটি দুটি রঙে লঞ্চ করা হয়েছে Stary Blue ও Galaxy White. এই বাডসের দাম 3999 টাকা। এই বাডসগুলিতে 500 টাকা ছাড় দেওয়া হয়েছে। এখন মাত্র 3499 টাকায় কেনা যাবে এই গ্যাজেট। বাডসগুলির প্লেব্যাক টাইম দেয় 30 ঘণ্টা। এগুলি 10 মিনিটের জন্য চার্জ করার পরে 100 মিনিটের জন্য ব্যবহার করা যেতে পারে।