Smartphones: অক্টোবর মাসে ভারতে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ নতুন স্মার্টফোন। এই তালিকায় কোন সংস্থার কোন মডেল রয়েছে চলুন একঝলকে দেখে নেওয়া যাক। 


গুগল পিক্সেল ৮ সিরিজ


৪ অক্টোবর ভারতে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৮ সিরিজের দুটো মডেল গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো। ফ্লিপকার্ট থেকে এই দুই ফোন কেনা যাবে। থাকছে প্রি-অর্ডারের ব্যবস্থাও। শোনা গিয়েছে, গুগল পিক্সেল ৮ ফোনে ৬.১৭ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে থাকবে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গুগল পিক্সেল ৮ প্রো মডেলে ৬.৭ ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেটও ১২০ হার্টজ হওয়ার সম্ভাবন রয়েছে। 


গুগল পিক্সেল ৮ সিরিজের দুটো ফোনেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। গুগল পিক্সেল ৮ ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা মডিউল। সেখানে একটি Sony IMX386 সেনসর যা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত- তা দেখা যেতে পারে। গুগল পিক্সলে ৮ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেল এবং ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকার কথা রয়েছে। দুটো ফোনেই ১১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 



ভিভো ভি২৯ সিরিজ


এই স্মার্টফোন সিরিজও লঞ্চ হবে ৪ অক্টোবর। ভিভো ভি২৯ এবং ভিভো ভি২৯ প্রো- এই দুই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। তিনটি রঙে এই দুই ফোন লঞ্চ হতে পারে। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল যা ৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সেখানে এই ফোন কেনা যাবে। ভিভোর এই ফোনে আলট্রা স্লিম কার্ভড ডিসপ্লে থাকতে পারে। ফোনের রেয়ার প্যানেলে ক্যামেরা মডিউলে দুটো সেনসর এবং ভিভোর ইর্দিষ্ট রঙ লাইট ফিচার থাকবে বলে শোনা গিয়েছে। 


ভিভো ভি২৯ ফোনে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ জি প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। 


ভিভো ভি২৯ প্রো ফোনে ১.৫কে রেজোলিউশন যুক্ত এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে যা আবার এইচডিআর ১০ প্লাস সার্টিফিকেশন যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ চিপসেট থাকতে পারে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। 


স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশন


এই ফোনও ৪ অক্টোবর লঞ্চ হতে পারে ভারতে। ৬.৪ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। স্যামসাং গ্যালাক্সির এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়াও স্যামসাংয়ের Exynos 2200 চিপসেট থাকার কথা শোনা গিয়েছে।


আরও পড়ুন- ভারতে খুব তাড়াতাড়ি আসছে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোন, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?