Airtel Plan Below Rs 100: ভারতের টেলিকম দুনিয়ায় অন্যতম বৃহৎ সংস্থা ভারতী এয়ারটেল। গত মাসে রিলায়েন্স জিও তাদের প্রায় সমস্ত প্ল্যানগুলির দাম বাড়ানোর পর এয়ারটেল, ভোডাফোনও দাম বাড়িয়েছে তাদের প্ল্যানের (Airtel Plan)। অনেক জনপ্রিয় প্ল্যানও এবার বেশি খরচে কিনতে হচ্ছে গ্রাহকদের। তবে কিছু কিছু সস্তার প্রয়োজনীয় প্ল্যানও রেখেছে এয়ারটেল (Airtel Recharge Plan)। এই সস্তার প্ল্যানগুলিতে ১০০ টাকার কমেই পাবেন আনলিমিটেড ডেটা। দেখে নেওয়া যাক এরকম কোন কোন প্ল্যানে খুব কম পয়সায় আনলিমিটেড ডেটার সুবিধে পাওয়া যাবে এয়ারটেলে।


১১ টাকার রিচার্জ প্ল্যান


এয়ারটেলের ১১ টাকার এই রিচার্জ প্ল্যান খুবই প্রয়োজনীয় এবং সস্তায় মিলছে। এই প্ল্যানের অধীনে গ্রাহক ১ ঘণ্টার জন্য আনলিমিটেড ডেটা পাবেন। হঠাৎ করে যদি কোনও গ্রাহকের অনেক ডেটার দরকার হয়ে পড়ে, তাহলে এয়ারটেলের গ্রাহক এই প্ল্যানটি নিতে পারেন। এই প্ল্যানে রয়েছে একটি FUP অর্থাৎ Fair Usage Policy Limit যা কিনা ১০ জিবির। অর্থাৎ এই প্ল্যানের অধীনে ১০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে ১ ঘণ্টার মধ্যে।


৪৯ টাকার রিচার্জ প্ল্যান


সারা দিন ধরে যে সমস্ত গ্রাহক ডেটা ব্যবহার করতে চাইছেন, তাদের জন্য এই ৪৯ টাকার ডেটা প্ল্যানটি খুবই উপযোগী। সারা দিন ধরে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ দিচ্ছে এয়ারটেলের এই প্ল্যানটি। এই প্ল্যানেও রয়েছে Fair Usage Policy লিমিট যা কিনা ২০ জিবি। অর্থাৎ এই প্ল্যানের অধীনে সারা দিনে সর্বোচ্চ ২০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন এয়ারটেলের গ্রাহক। সারা দিন ধরেই এই ডেটা ব্যবহার করা যাবে।


৯৯ টাকার রিচার্জ প্ল্যান


এয়ারটেলের ৯৯ টাকার প্রি-পেইড প্ল্যানও রয়েছে এর ট্যারিফে। এই প্ল্যানটি আগের দুটি প্ল্যানের মত এক ঘণ্টার বা ১ দিনের নয়। এই প্ল্যানের অধীনে আপনি টানা ২ দিন ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানেও ২০ জিবি ডেটার একটি ফেয়ার ইউসেজ পলিসি লিমিট রয়েছে। অর্থাৎ ৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে আপনি দুদিনের জন্য ২০ জিবি ডেটা পাবেন।


কী ফিচার্স প্ল্যানের


এই সমস্ত প্ল্যানই মূলত ডেটা ওনলি ভাউচার, ফলে এই সমস্ত প্ল্যানে কোনওভাবেই আনলিমিটেড কলিং বা এসএমএসের সুবিধে পাওয়া যাবে না। যে কোনও অ্যাক্টিভ প্ল্যানের সঙ্গে এগুলি আপনি রিচার্জ করতে পারেন। আর এর মাধ্যমে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন আপনি। যে সমস্ত গ্রাহকদের হঠাৎ করে অনেক ডেটার প্রয়োজন হয়েছে, তারাই কেবল এই রিচার্জগুলি করতে পারেন।


আরও পড়ুন: Ambani Wedding: শাহরুখ-রণবীরদের ২ কোটি টাকার ঘড়ি, অনন্ত অম্বানি দিলেন উপহার