Alcatel Smartphones: ফরাসি সংস্থা Alcatel - এর তিনটি ফোন একসঙ্গে লঞ্চ হয়েছে ভারতে। Alcatel ভি৩ ক্লাসিক ৫জি, Alcatel ভি৩ প্রো ৫জি এবং Alcatel ভি৩ আলট্রা ৫জি- তিনটি ফোন লঞ্চ হয়েছে। এই তিন ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত যুক্ত রয়েছে র্যাম। Alcatel ভি৩ ক্লাসিক ফোনে রয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি। আর প্রো এবং আলট্রা মডেলে রয়েছে ৫০১০ এমএএইচ ব্যাটারি। Alcatel ভি৩ আলট্রা এবং Alcatel ভি৩ প্রো ফোনে এমন ডিসপ্লে রয়েছে যা দেখলে ইউজারদের চোখে চাপ পড়বে না। স্ট্যান্ডার্ড এলসিডি প্যানেলের থেকে এই ডিসপ্লে বেশ কিছুটা উন্নত।
Alcatel ভি৩ ক্লাসিক ৫জি, Alcatel ভি৩ প্রো ৫জি, Alcatel ভি৩ আলট্রা ৫জি ফোনের দাম ভারতে কত, কোথা থেকে কেনা যাবে
Alcatel ভি৩ ক্লাসিক ৫জি ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। Alcatel ভি৩ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ব্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। Alcatel ভি৩ আলট্রা ৫জি ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরজ যুক্ত মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। এর পাশাপাশি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশন যুক্ত মডেলের দাম ২১,৯৯৯ টাকা। আগামী ২ জুন থেকে এই তিন ফোনের বিক্রি শুরু হবে।
Alcatel ভি৩ ক্লাসিক ৫জি ফোন লঞ্চ হয়েছে কসমিক গ্রে এবং হ্যালো হোয়াইট রঙে। Alcatel ভি৩ প্রো ৫জি ফোন লঞ্চ হয়েছে মাচা গ্রিন এবং মেটালিক গ্রে রঙে। Alcatel ভি৩ আলট্রা ৫জি ফোন লঞ্চ হয়েছে শ্যাম্পেন গোল্ড, হাইপার ব্লু এবং ওশান গ্রে- এই তিন রঙে।
এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছে বেশ কয়েকটি ফোন, এর মধ্যে রয়েছে লাভা শার্ক ৫জি ফোন। ৫জি মডেল হলেও দাম ১০ হাজার টাকার কম। লাভা ভারতের নিজস্ব সংস্থা। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। স্টেলার ব্লু এবং স্টেলার গোল্ড, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা শার্ক ৫জি ফোন। এর আগে মার্চ মাসে এই ফোনের ৪জি ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছিল।